করিমগঞ্জ নাম পরিবর্তন ঘিরে বিতর্ক, বিরোধীদের কটাক্ষে সরব কমলাক্ষ দে পুরকায়স্থ

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন করিমগঞ্জ থেকে জেলার নাম শ্রীভূমি হওয়ায় রাতের ঘুম উবে গেছে তথাকথিত রাজনৈতিক সংগঠনের হাতেগুণা কর্তাদের। রবিঠাকুরের উল্লেখিত সুন্দরী শ্রীভূমির ইতিহাসকে মানতে নারাজ নেতারা অতিত ইতিহাস ভুগে গেছেন। বিগত দিনে মোগল আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে গজনিরা যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। মোহম্মদ গজনি সোমনাথ মন্দিরকে সতেরোবার ভেঙ্গেছেন অথচ আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন কমলাক্ষ।

বলেন একসময় সিলট বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে উপস্থিত হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে কাধে করে নিয়ে যান ছাত্ররা অথচ ২০২৪ হালে সালে সেই দেশেই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙ্গে ফেলা হয়। কোনোযুক্তি ছাড়াই বনধ আহ্বান করা হয়েছে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বলেন কানাইবাজারের নাম আছিমগঞ্জ করা হয়েছে, মুল্লাগঞ্জকে করা হয়েছে বাটইয়া।

কিন্তু নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি সেসময় কি পদক্ষেপ গ্রহণ করেছিল তা জানতে চান বিধায়ক। শ্রীভূমি নামের বিরোধীরা করে জনাকেয়ক ব‍্যক্তিরা জেলার সভ‍্যতা-সংস্কৃতিকে মানতে নারাজ বলে জানান বিধায়ক। বলেন করিমগঞ্জ, আছিমগঞ্জ, বদরপুর নাম স‍্যাকুলার অথচ শ্রীভূমি, কানাইবাজার কিংবা সিদ্ধশ্বর নাম কম‍্যুনিয়াল বলে যারা সমাজে রয়েছেন তাদের মানসিতার পরিবর্তন আবশ‍্যক।

বলেন যারা নাম দিয়ে কি হবে সে প্রশ্ন তুলছেন তারাই নামের জন‍্য বনধ ডেকেছেন, যা হাস‍্যকর। তবে জেলার মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন এবং মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রয়েছেন বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আগামী ছয় সেপ্টেম্বর বনধের কোনো প্রভাব শ্রীভূমিতে পরিলক্ষিত হবে না এবং বনধ আহ্বানকারীদের পাশে সাধারণ মানুষ থাকবেন না বলে স্পষ্ট জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রসঙ্গক্রমে তার বিজেপিতে যোগদান এবং টিকিট লাভের বিষয়টি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উওরে কমলাক্ষ দে পুরকায়স্থ স্পষ্ট বলেন মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা যে সিদ্ধান্ত নেবেন সেটাই মাথা পেতে নেবেন তিনি।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…