শ্রীভুমি শহরের রামকৃষ্ণ মিশন রোডের সড়ক বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, আবেদন-নিবেদনেও মিলল না সাড়া, জেলা আয়ুক্তের দ্বারস্থ ক্ষুব্ধ স্থানীয়রা

সরকার কর আদায়ে যতটা সক্রিয়, মানুষের মৌলিক প্রয়োজনে ততটাই নিষ্ক্রিয়, এমন অভিযোগ উঠছে রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। অভিযোগকারীরা জানিয়েছেন, শ্রীভূমির এই সড়কটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন, সরকারি ডিসপেনসারি, রেডক্রস সেবা সদন, মহিলা স্কুল-কলেজ, আইন কলেজ, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন ইত্যাদি। প্রতিদিন শতশত মানুষ, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, প্রবীণ নাগরিক, সবাই বাধ্য হচ্ছেন ভগ্নপ্রায় রাস্তা পেরিয়ে যাতায়াত করতে। ফলত প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের মতে, সড়কের বর্তমান অবস্থা প্রমাণ করে শাসক দলের কাছে শিক্ষা, স্বাস্থ্য বা সংস্কৃতির কোনোই গুরুত্ব নেই। আছে কেবল ভোটের রাজনীতি।

বৃহস্পতিবার ক্ষুব্ধ স্থানীয়রা জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আর সহ্য নয়। যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, আমরা গণতান্ত্রিক আন্দোলনের পথে নামতে বাধ্য হব। অঞ্চলবাসীর অভিযোগ, শাসক দলের নেতারা ভোটের সময় নানা আশ্বাস দিয়ে থাকেন। ক্ষমতায় বসেই তারা উধাও। মানুষের ভোটে ক্ষমতায় এসে মানুষকেই ভুলে যাওয়া এ সরকারের পুরনো অভ্যাস, বলেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

তারা আরও প্রশ্ন তোলেন, যেখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে এমন অবহেলা চলতে পারে কীভাবে? সরকারের কাছে কি মানুষের জীবন-সুরক্ষার কোনো মূল্যই নেই? বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। নইলে আগামী দিনে শ্রীভূমির মানুষ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এবার আর খালি কাগজে স্বাক্ষর নয়, এবার রাস্তায় নামব, সাফ জানিয়েছেন ক্ষুব্ধ জনগণ। সর্বোপরি, শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড আজ শাসক দলের অবহেলার প্রকৃষ্ট নিদর্শন। প্রশ্ন একটাই, সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও সরকার কেন নীরব? জনগণের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তার দায়ভারই বা কে নেবে?

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…