ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

সনাতন ধর্মাবলম্বীরাও সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্মের লোকরা অনায়াসে এখানে উৎসব ঘটা করে পালন করে থাকেন। এতে কাউকে কোন প্রকার বাধা বা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। উল্টো সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বীরা যখন নিজেদের ধর্মোৎসব পালন করে থাকেন তখন সেইসব উৎসবে অন্যান্য ধর্মাবলম্বীরাও গা ভাসাতে এবং আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায়।

অথচ আশ্চর্যজনকভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের দিন ঘণিয়ে আসার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কগ্রস্ত হতে হয়। যেমন মুসলমানদের ঈদ-উল-আযাহা বা বকরা ঈদ সমাগত হওয়ার সংগে সংগে সনাতন ধর্ম তথা সংস্কৃতির উপর আঘাত অনিবার্য হয়ে উঠে।বকরা ঈদের দিন কিছু দুষ্ট চক্র ইচ্ছে করে হিন্দু জনবহুল এলাকার আশপাশ অঞ্চল গুলিতে সুপ্রীম কোর্ট তথা রাজ্য সরকারের প্রণীত আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গোমাতাদের হত্যা করা তথা গোমাংস বেচা কেনা করা,শরীরের অবশিষ্টাংশ হিন্দু মন্দির বা হিন্দুদের বাড়িঘরে ফেলে দেওয়ার কাজে লিপ্ত থাকে।

এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সমূহ আশঙ্কা থাকে।  শ্যাম অত্যন্ত ক্ষোভের সংগে বলেন যে আশ্চর্যজনকভাবে মুসলমান সমাজের আলীম উলেমা বা তথাকথিত বুদ্ধিজীবীদের এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। কিন্ত ধর্মোৎসব পালনের নামে সংখ্যাগরিষ্ঠ সমাজের ধর্ম তথা সংস্কৃতির উপর এভাবে প্রকাশ্য আঘাত আর বরদাস্ত করা হবেনা। এ ব্যাপারে উচ্চ ন্যায়লয়

তথা অসম সরকারের আসাম ক্যাটেল প্রিসারভেশন এক্ট ২০২১ কঠোর ভাবে বলবৎ করার জন্য আসাম সরকারের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন যাতে আসন্ন ঈদের সময় আসামের দক্ষিণ-পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।

এ ব্যাপারে কাছাড়ের মাননীয় জেলাধিপতি তথা আরক্ষী অধিক্ষক কাছাড়ের বিভিন্ন মসজিদের মৌলানাদের ডেকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভাবাবেগে আঘাত হয় এরকম ঘটনা সংগঠিত না করা বা গোরক্ষা সংক্রান্ত আইনগুলি কঠোর ভাবে বলবৎ করার যে নির্দেশনা জারি করেছেন সেইজন্য সংগঠনের পক্ষ থেকে উনাকে সাধুবাদ জানানো হয়।তৎসংগে উনি বন্যা কবলিত দক্ষিণ-পূর্ব প্রান্তের বিভিন্ন অঞ্চলে গো-খাদ্যের যোগান বাড়ানোর জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান।

এ ব্যাপারে স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্র গোরক্ষা প্রমূখ সমর ঘোষ, প্রান্ত সহ-সভাপতি বিজিত দাস, প্রান্ত প্রচার প্রমূখ  সুজয় শ্যাম, প্রান্ত টোলির মণিকান্ত সিনহা, জেলা সংযোজক বাপন চক্রবর্তী, অগ্নিশ ব্যানার্জি, সিদ্ধার্থ শংকর দাস প্রমুখ।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…