শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন আগামী বৃহস্পতিবার বিশ্বরূপ ভট্টাচার্য

শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন প্রবীণ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য।শুক্রবার তিনি শ্রীভূমি আসেন। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য নতুন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এদিকে বিশ্বরূপ ভট্টাচার্য জানান আগামী বৃহস্পতিবার দায়িত্ব নেবেন।বিপিনচনন্দ্র পাল স্মৃতিভবনে এক অনুষ্ঠানের মাধ‍্যমে দায়িত্ব গ্রহণ করবেন।উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে শহরের বিভিন্ন সমস‍্যাগুলো সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন।তাছাড়া পাঁচটি কাজ বিশেষভাবে  তিনি হাতে নেবেন এবং বাস্তবায়ন করবেন বলে জানান বিশ্বরূপ ভট্টাচার্য।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…