গরু বোঝাই গাড়ি আটক করে উত্তেজিত জনতার তাণ্ডব, চালক ও সহচালককে মারধোর করে আহত করল গ্রামবাসীরা

ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তেরাপাশা এলাকায় গাড়িটি আসার পর গ্রামবাসীরা গাড়িটিকে থামায়। গাড়িটি থামার সাথে সাথেই গাড়ির চালক এবং সহ চালক দৌড়ে পালিয়ে যেতেই গ্রামবাসীর সন্দেহ জাগে। সাথে সাথেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে  গাড়িতে ভাঙচুর চালায়, পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেন দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের একটি পুকুরে পড়ে যায়। পরবর্তী সময়ে গ্রামবাসীরা পুকুরের জলে নেমে চালক ও সহ চালককে আটক করে মারধোর করে।

যার ফলে চালক ও সহ চালক গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার ভোরবেলা কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ আহতদের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চালক এবং সহ চালকের বাড়ি ফটিকরায় থানার অধীনে। পরবর্তী সময়ে কৈলাসহর থানা ঘটনার তদন্ত শুরু করে।

যদিও সেই গরুগুলির প্রকৃত মালিক বলে এখন শুক্রবার সন্ধ্যা অব্দি কেউ দাবি করেনি, যার কারণে কৈলাসহর থানার পুলিশ সেই গরুগুলোকে উত্তর জেলার ধর্মনগরের গোরক্ষনাথ গোশালায় প্রেরণ করেছে। পাশাপাশি সেই গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে উক্ত গাড়িটি। সম্ভবত সেই গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই আনা হয়েছিল বলে অনেকেরই ধারণা। তবে, ইদানীং কালে ধনবিলাশ গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করে চোরেরা। শুধুমাত্র ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতই নয়, গোটা ঊনকোটি জেলাতেই ইদানীং কালে গরু চুরির উপদ্রব সাংঘাতিক পরিমাণে বেড়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…