
আবুল কালাম লস্কর, হাইলাকান্দি ১৯ মে: আগামীকাল ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনেই বাংলা ভাষা রক্ষার্থে বরাক উপত্যকায় প্রাণ দিয়েছিলেন একাদশ ভাষা সৈনিক। তাদের স্মরণে প্রতিবছর এই দিনটি ‘একাদশ ভাষা শহীদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে হাইলাকান্দিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রবিবার হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে। এস কে রায় সিভিল হাসপাতাল ব্লাড সেন্টার ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ আয়োজনে আজকের এই রক্তদান শিবির সম্পন্ন হয়। এতে সহযোগিতা করেন হাইলাকান্দি শাখার বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটি, জেলা বার এসোসিয়েশন, হাইলাকান্দি জেলা ড্রাগিস্ট ও কেমিস্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য দল সংগঠন। কর্মসূচির শুরুতেই একাদশ শহীদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাঁদের বলিদানকে শ্রদ্ধা জানানো হয়। এরপর রক্তদানের মতো মহৎ কাজের তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।
সকাল ১০.৩০ মিঃ এ শুরু হয় রক্তদান শিবির বিকেল ৪ টা পর্যন্ত চলে স্বেচ্ছায় রক্তদান। বরাক উপত্যকা ব্লাড ডোনার্স ফোরামের সহ-সম্পাদক সঞ্জীব দে জানান, বরাকবাসীর জন্য উনিশে মে একটি ঐতিহাসিক দিন। এই দিন ভাষা রক্ষার্থে যারা আত্মাহুতি দিয়েছিলেন যারা বলিদান দিয়েছিলেন নিজেকে উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে এবং তাদেরকে সম্মান জানাতে আজকের এই রক্তদান শিবির মূলত অনুষ্ঠিত হয়।
তিনি আরো জানান, যেখানে দশ ইউনিট রক্তের প্রয়োজন হয় সেখানে রক্তদান হচ্ছে মাত্র এক ইউনিট। সে ক্ষেত্রে রক্তের পরিপূর্ণতা এখনো হচ্ছে না। এছাড়াও সঞ্জীব বলেন, ভারত সরকারের যে প্রকল্প হর ঘর রক্তদাতা সেই প্রকল্পে প্রতিটি ঘর থেকে যদি একজন করে রক্তদাতা এগিয়ে আসেন এবং রক্ত দান করেন তাহলে ব্লাড ব্যাংকে কখনোই রক্তের জন্য অভাব হবে না।
শিবিরে রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা বহন করে। সঞ্জীব দে জানান আগামীকাল অর্থাৎ সোমবার উনিশে মে সেই দিন হাইলাকান্দির শহীদ বেদী প্রাঙ্গনে অনুরূপভাবে ভাষা শহীদের স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সেখানে সকলে এসে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানান তিনি।
আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, হাসপাতালের অধ্যক্ষ ড. দেবব্রত দত্ত, কর্মরত চিকিৎসকগণ, শাহ আলম চৌধুরী টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক এস কে রায় সিবিল হাসপাতাল, সঞ্জীব দে হাইলাকান্দি ব্লাড ফোরামের সহ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী শংকর চৌধুরীসহ সহ অন্যান্যরা।