শিক্ষাগত যোগ্যতা ও বাল্যবিবাহের তথ্য গোপন করে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ, মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি

এই অভিযোগ করেছেন ওই ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপ্তিরানী দাশের প্রস্তাবক জহরজ্যোতি দাশ। বুধবার তিনি সংবাদমাধ্যমের সামনে আসেন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর দাবি, নির্বাচনী নিয়মকানুনের গুরুতর লঙ্ঘন করে একজন প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার উপর প্রশ্ন তুলে দেয়।

জহরজ্যোতি দাশ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে প্রার্থীদের পক্ষ থেকে নির্ধারিত সবরকম তথ্য সত্য ও পূর্ণাঙ্গভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। জুমা রায় নিজের শিক্ষাগত যোগ্যতার কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দেননি এবং নিজের বাল্যবিবাহের তথ্যও নির্বাচন কমিশনের কাছে গোপন রেখেছেন।

এমন প্রার্থী কিভাবে নির্বাচনে জয়ী হন, তা আমাদের কাছে বড় প্রশ্ন। এই সংক্রান্ত সমস্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এই ধরনের অনিয়ম বরদাস্ত করা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি পবিত্র প্রক্রিয়া। সেখানে যদি কেউ ভুয়া নথি বা তথ্য গোপন করে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা হলে সাধারণ মানুষ প্রতারিত হন। সঠিক তদন্তের মাধ্যমে দোষী প্রার্থীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, এ নিয়ে গ্রামাঞ্চলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এখন দেখার বিষয়, রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন এই অভিযোগের তদন্ত করে কী পদক্ষেপ গ্রহণ করেন। তবে এই অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…