
বরাকবাণী প্রতিবেদন হাইলাকান্দি ১৬ মেঃ হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই তথ্য গোপন করে নির্বাচনে অবতীর্ণ হওয়ার খবর সামনে এলো। হাইলাকান্দি জেলা কালিনগর পাইকান জেলা পরিষদ আসনের অন্তর্গত ৯নং কাটাগাঁও জিপি আঞ্চলিক আঞ্চলিক সদস্যার বিরুদ্ধে এই অভিযোগ। ওনি নাকি সরকারি গাইডলাইন উলঙ্গন করে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন আর এই অভিযোগ করেন ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে নুরুল হক বড়ভূঁইয়ার।
উল্লেখযোগ্য যে পঞ্চায়েত নির্বাচনের নিয়ম অনুযায়ী ২০১৮ এর আগে যদি কোনো ব্যক্তির দুই এর অধিক সন্তান জন্ম গ্রহণ করে থাকে তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোনো ধরণের বাধা বিপত্তি নেই। কিন্ত যদি কোনো ব্যক্তির তিনটি সন্তান রয়েছে আর এর মধ্যে কোনো একটি সন্তানের জন্ম ২০১৮ ইংরেজীর পর হয়েছে তাহলে ওনি পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন না।
আজ এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন কালিনগর পাইকান জিলা পরিষদের অন্তর্গত ৯নং কাটাগাঁও জিপির বিজেপির মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনীধি নুরুল হক বড়ভূঁইয়া।ওনি বলেন কাটাগাঁও জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা হিসেবে সামিনা বেগম বড়ভূঁইয়া কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়েছে কিন্ত ওনি সরাসরি সরকারের গাইডলাইন উলঙ্গন করেছেন কারণ হলো ওনি তিন সন্তানের জননী আর এই তিনটি সন্তানের মধ্যে একটি সন্তানের জন্ম ২০১৮ ইংরেজীর পর হয়েছে।
তাই ওনি এবিষয়ে জেলা আয়ুক্ত ও জেলা ইলেকশন কমিশনারের কাছে আহ্বান জানিয়েছিলেন যে অতিসত্ত্বর এবিষয়ে তদন্ত করে এক সঠিক সিদ্ধান্ত গ্রহণ নেন। আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রবীণ নেতা সুনামণি সিং কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির বুথ কমিটির সভাপতি বীরচন্দ্র সিং সমাজসেবী মতিউর রহমান বড়ভূঁইয়া।