শ্রীভূমিতে গেরুয়ার জয়জয়কার! বিজেপি দখলে ১১টি জেলাপরিষদ আসন, সাংসদদের ঐক্য ও সংগঠনের জোরে ফল বিজেপির অনুকূলে, মিশন রঞ্জন দাস ও কৃপানাথ মালাহ-র ভূমিকায় প্রশংসা

রবিবার সকাল থেকে সোমবার বিকেল অবধি পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হয়। পাথারকান্দি সমজেলার ভোট গণনা হয় আকাইদুমে এবং রাতাবাড়ির ভোট গণনা হয় রামকৃষ্ণনগর কলেজে। অন‍্যদিকে উওর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের গণনা হয় করিমগঞ্জ কলেজে।

শ্রীভূমি জেলার মোট ষোলোটি জেলাপরিষদের মধ‍্যে এগারোটিতে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব‍্যবধানে জয়ী হন। অন‍্যদিকে মাত্র পাঁচটি জেলাপরিষদ দখল করে কংগ্রেস। পাথারকান্দি সমষ্টির লোয়াইরপোয়া জেলা পরিষদ আসনে বিজেপির স্বপন কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

চান্দখিরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। অন‍্যদিকে রাধাপ্যারী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিনা রাণী সিনহা বিপুল ভোটে জয়ী হন। কানাইনগর-ফাকুয়া জেলা পরিষদ বিজেপি প্রার্থী সুজামিনী দাস বিপুল ভোটে জয়ী হন ।

অন‍্যদিকে রাতাবাড়ি সমষ্টির চেরাগী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পংকজ রায় শর্মা বিপুল ভোটে জয়ী হন। দুল্লভছড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি বিপুল ভোটে জয়ী হন।ভৈরব নগর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস বিপুল ভোটে জয়ী হন। আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম  বিপুল ভোটে জয়ী হন।

অন‍্যদিকে উওর করিমগঞ্জ মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলাপরিষদে বিজেপি প্রার্থী সাথী কুরি কংগ্রেস প্রার্থী প্রায় দশহাজার ভোটে জয়লাভ করেন। শ্রীগৌরী জেলা পরিষদে বিজেপি প্রার্থী অর্চনা মালাকার বিশাল ভোটের ব‍্যবধানে জয়লাভ করেন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার জেলা পরিষদে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় বিপুল ভোটের ব‍্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে  জয়ী হন।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…