হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ১৩ মেঃপঞ্চায়েত নির্বাচনে গেরুয়া হল শ্রীভূমি জেলা। মোট ষোলোটি জেলাপরিষদের মধ্যে ১১টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন। অন্যদিকে পাঁচটি আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থীরা। সোমবার ফল প্রকাশের পর বিজেপি প্রার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা, মীন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, রাজ্য সভার সাংসদ মিশন রঞ্জন দাস, লোকসভার সাংসদ কৃপানাথ মালাহ, বিজেপি সভাপতি সঞ্জিব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রবিবার সকাল থেকে সোমবার বিকেল অবধি পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হয়। পাথারকান্দি সমজেলার ভোট গণনা হয় আকাইদুমে এবং রাতাবাড়ির ভোট গণনা হয় রামকৃষ্ণনগর কলেজে। অন্যদিকে উওর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের গণনা হয় করিমগঞ্জ কলেজে।

শ্রীভূমি জেলার মোট ষোলোটি জেলাপরিষদের মধ্যে এগারোটিতে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন। অন্যদিকে মাত্র পাঁচটি জেলাপরিষদ দখল করে কংগ্রেস। পাথারকান্দি সমষ্টির লোয়াইরপোয়া জেলা পরিষদ আসনে বিজেপির স্বপন কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
চান্দখিরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। অন্যদিকে রাধাপ্যারী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিনা রাণী সিনহা বিপুল ভোটে জয়ী হন। কানাইনগর-ফাকুয়া জেলা পরিষদ বিজেপি প্রার্থী সুজামিনী দাস বিপুল ভোটে জয়ী হন ।

অন্যদিকে রাতাবাড়ি সমষ্টির চেরাগী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পংকজ রায় শর্মা বিপুল ভোটে জয়ী হন। দুল্লভছড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি বিপুল ভোটে জয়ী হন।ভৈরব নগর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস বিপুল ভোটে জয়ী হন। আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম বিপুল ভোটে জয়ী হন।
অন্যদিকে উওর করিমগঞ্জ মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলাপরিষদে বিজেপি প্রার্থী সাথী কুরি কংগ্রেস প্রার্থী প্রায় দশহাজার ভোটে জয়লাভ করেন। শ্রীগৌরী জেলা পরিষদে বিজেপি প্রার্থী অর্চনা মালাকার বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার জেলা পরিষদে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।