লক্ষীপুরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়জয়কার, জেলা পরিষদের সব আসনই তাদের দখলে

লক্ষীনগর-দিলখুশ জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিমা দেব। একইভাবে বরতল-হরিনগর আসনেও কোনো বিরোধী প্রার্থী না থাকায় বিজেপি প্রার্থী বিজয়েতা মহাতো অনায়াসে বিজয় অর্জন করেন। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতার অভাব থাকা সত্ত্বেও বিজেপি-র শক্ত ভিত ও সংগঠনের প্রমাণ মিলেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

অন্যদিকে, দেওয়ান-পালরবন্ধ জেলা পরিষদ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী দিব্যজ্যোতি বাউরী বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালাকে পরাজিত করেন। দিব্যজ্যোতি বাউরী মোট ১৯,৪৮৭টি ভোট পেয়ে ১৫,৯৮৩ ভোটের বড় ব্যবধানে জয়ী হন,

যেখানে মনোজ গোয়ালার প্রাপ্ত ভোট ছিল মাত্র ৪,০০৪টি। একই রকম দৃঢ় অবস্থান দেখা গেছে বিন্নাকান্দি-ভুবনহিল জেলা পরিষদ আসনেও। এখানে বিজেপি প্রার্থী কিশান রিকিয়াসন ২০,৬১৮টি ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী রাহুল পাণ্ডেকে ১৫,৯৬২ ভোটের ব্যবধানে হারিয়েছেন। রাহুল পাণ্ডে এই আসনে পেয়েছেন মাত্র ৪,৬৫৬টি ভোট।

জেলা পরিষদের পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে। লক্ষীপুরের মোট ৩১টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র দুটি আসনে অন্য দল জয়ী হলেও বাকি ২৯টি আসনে বিজেপি প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, এটি বিজেপি-র সংগঠনিক দক্ষতা,

স্থানীয় স্তরে উন্নয়নমূলক কাজ এবং নেতৃত্বের প্রতি জনসমর্থনের প্রতিফলন। লক্ষীপুরের মতো অঞ্চলে বিরোধীদের সংগঠনের দুর্বলতা এবং নেতৃত্বের অভাবও বিজেপি-র এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেই মত বিশ্লেষকদের। এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল লক্ষীপুরে বিজেপি-র রাজনৈতিক ভিত্তিকে আরো মজবুত করল। আগামী দিনে এই সাফল্য রাজ্য রাজনীতিতে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে আপাতত লক্ষীপুরে রঙ গেরুয়া।

  • Related Posts

    শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

    ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

    বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…