
বরাকবাণী প্রতিবেদন শিলচর ৯ মেঃ শিলচরের ঘূংঘুর এলাকায় দেশদ্রোহিতার অভিযোগে নাসিম লস্কর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, যার পরপরই স্থানীয়রা নড়েচড়ে বসেন এবং ঘূংঘুর আউটপোস্টে খবর দেন।
সূত্রে জানা যায়, শিলচর দুর্গা পল্লীর বাসিন্দা নাসিম লস্কর একটি দেশবিরোধী পোস্ট করে সামাজিক মাধ্যমে। পোস্টটি নজরে পড়তেই স্থানীয় যুবকরা সঙ্গে সঙ্গে ঘূংঘুর আউটপোস্টে অভিযোগ দায়ের করেন। পুলিশের একটি দল তৎপরতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় যুবক সন্তোষ নুনিয়া, পাপ্পু যাদব, লক্সমন গোয়ালা, আকাশ নুনিয়া, রাজা গোয়ালা, শুভম কুর্মি, পঙ্কজ দাস ও মন্টু গোয়ালা সহ অন্যান্যরা জানান, আমরা এই ধরণের দেশদ্রোহী মানসিকতা কখনোই বরদাস্ত করবো না।
প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, এই যুবকের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের বক্তব্য, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হয়ে এমন পোস্ট করা চরম অপরাধ। শুধুমাত্র নাসিম লস্কর নয়, যারা এমন চিন্তাভাবনা করে তারাও দেশের পক্ষে বিপজ্জনক। এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষও আতঙ্কিত এবং ক্ষুব্ধ।
স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের তরফেও জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে শিলচর ঘূংঘুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে আইনত কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনসাধারণ।