শিলচরে ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল

বরাকবাণী প্রতিবেদন  শিলচর, ৮ মে: শিলচরের সংস্কৃতিপ্রেমীদের জন্য সুখবর। আসছে ২৩ ও ২৪ মে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। ইচ্ছে ডানা ক্লাব, আদ্যা মা প্রোডাকশনস ও বিশ্ব ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে এই দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবটি এবার আরও বৃহত্তর আকারে আয়োজিত হতে চলেছে।

বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ইচ্ছে ডানা ক্লাবের সভানেত্রী শর্মিষ্ঠা দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদিকা ইন্দ্রাণী সাহা, সহ-সভানেত্রী লিপি সাহা, আদ্যা মা প্রোডাকশনসের ডিরেক্টর হীরক পাল, সহ-সম্পাদক আমির কুমার দাস এবং ক্রীড়া সম্পাদক অভিজিৎ দেব।

শর্মিষ্ঠা দেব জানান, উৎসবকে ঘিরে আমরা অত্যন্ত উৎসাহী। প্রস্তুতি পুরোদমে চলছে। এবার ফিল্ম ফেস্টিভ্যালে ছয়টি পূর্ণদৈর্ঘ্যের ও সাতটি স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে। প্রদর্শিত হতে চলা উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘তিতলি কুটির’ (পরিচালনায় শর্মিষ্ঠা দেব),‘চাঁদ’ (পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী),‘দুর্গাপুর জংশন’ (পরিচালনায় অরিন্দম ভট্টাচার্য) ‘তিলোত্তমা’ (পরিচালনায় সৌম্যজিৎ আদক), ‘বলোরাম কান্দো’ (পরিচালনায় সপ্তস্বা বসু), ‘ভার্গ’ (পরিচালনায় শুভম রায়) স্বল্পদৈর্ঘ্যের ছবির তালিকায় আছে শর্মিষ্ঠা দেবের ও পৃথ্বীরাজ দাশগুপ্তের লেখা ‘কোভিড কাহান’, ‘নতুন জামা’, ‘মমিন’, ‘ইচ্ছে ফরিং’ প্রভৃতি।

উৎসবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা, পাওলি দাম, রাহুল ব্যানার্জি, নীল ভট্টাচার্য, ঋষি কৌশিক, নিশিতা গোস্বামী, সৌরভ দাস ও রাজদীপ সরকার। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এবারের ‘আইনিক অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে ঋষি কৌশিককে। পাশাপাশি, বিশিষ্ট অসমীয়া পরিচালক উৎপল দত্তের একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

উৎসবকে সফল করে তুলতে শর্মিষ্ঠা দেব শিলচরের সকল সংস্কৃতিপ্রেমী, চলচ্চিত্র অনুরাগী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। তাঁর মতে, এমন উৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক সাংস্কৃতিক সংহতির মঞ্চ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…