শিলচরে ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল

বরাকবাণী প্রতিবেদন  শিলচর, ৮ মে: শিলচরের সংস্কৃতিপ্রেমীদের জন্য সুখবর। আসছে ২৩ ও ২৪ মে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। ইচ্ছে ডানা ক্লাব, আদ্যা মা প্রোডাকশনস ও বিশ্ব ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে এই দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবটি এবার আরও বৃহত্তর আকারে আয়োজিত হতে চলেছে।

বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ইচ্ছে ডানা ক্লাবের সভানেত্রী শর্মিষ্ঠা দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদিকা ইন্দ্রাণী সাহা, সহ-সভানেত্রী লিপি সাহা, আদ্যা মা প্রোডাকশনসের ডিরেক্টর হীরক পাল, সহ-সম্পাদক আমির কুমার দাস এবং ক্রীড়া সম্পাদক অভিজিৎ দেব।

শর্মিষ্ঠা দেব জানান, উৎসবকে ঘিরে আমরা অত্যন্ত উৎসাহী। প্রস্তুতি পুরোদমে চলছে। এবার ফিল্ম ফেস্টিভ্যালে ছয়টি পূর্ণদৈর্ঘ্যের ও সাতটি স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে। প্রদর্শিত হতে চলা উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘তিতলি কুটির’ (পরিচালনায় শর্মিষ্ঠা দেব),‘চাঁদ’ (পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী),‘দুর্গাপুর জংশন’ (পরিচালনায় অরিন্দম ভট্টাচার্য) ‘তিলোত্তমা’ (পরিচালনায় সৌম্যজিৎ আদক), ‘বলোরাম কান্দো’ (পরিচালনায় সপ্তস্বা বসু), ‘ভার্গ’ (পরিচালনায় শুভম রায়) স্বল্পদৈর্ঘ্যের ছবির তালিকায় আছে শর্মিষ্ঠা দেবের ও পৃথ্বীরাজ দাশগুপ্তের লেখা ‘কোভিড কাহান’, ‘নতুন জামা’, ‘মমিন’, ‘ইচ্ছে ফরিং’ প্রভৃতি।

উৎসবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা, পাওলি দাম, রাহুল ব্যানার্জি, নীল ভট্টাচার্য, ঋষি কৌশিক, নিশিতা গোস্বামী, সৌরভ দাস ও রাজদীপ সরকার। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এবারের ‘আইনিক অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে ঋষি কৌশিককে। পাশাপাশি, বিশিষ্ট অসমীয়া পরিচালক উৎপল দত্তের একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

উৎসবকে সফল করে তুলতে শর্মিষ্ঠা দেব শিলচরের সকল সংস্কৃতিপ্রেমী, চলচ্চিত্র অনুরাগী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। তাঁর মতে, এমন উৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক সাংস্কৃতিক সংহতির মঞ্চ।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…