
নয়াদিল্লি, ৪ মেঃ রাজনৈতিক রঙ দেখে কাজ করছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন? এমন বিস্ফোরক অভিযোগ করছে খোদ রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের শাখা সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস জানিয়েছে, ভারতের মানবাধিকার কমিশন আন্তর্জাতিক নীতি মেনে কাজ করছে না। বিশ্বের সমস্ত দেশের মানবাধিকার কমিশনকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসঙ্ঘের এই শাখা সংগঠন। কড়া পদক্ষেপও করেছে তারা। ভারতের মানবিধকার কমিশনের গ্রেড ‘এ’ ক্যাটিগরি থেকে ‘বি’তে নামিয়েছে
রাষ্ট্রসঙ্ঘের শাখা সংগঠন। উল্লেখ্য, গত মার্চে আয়োজিত জিএএনএইচআরআই-র ৪৫তম অধিবেশনেই ভারতের মানবাধিকার কমিশনের মর্যাদা হ্রাস করার বিষয়ে সিদ্ধান্ত হয়। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এমন হল। যা সরাসরি মোদীর শাসনকালকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলল!
গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের বক্তব্য, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা বজায় রাখা হচ্ছে না। কমিশনের উচিত, সব ধরনের মানবাধিকার ভঙ্গের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া। কিন্তু তা হয়নি। জিএএনএইচআরআই সাফ জানিয়েছে, বিরুদ্ধস্বর দমিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মানবাধিকার কমিশন, অবস্থান স্পষ্ট করেনি। ভারতে বহু মানবাধিকার কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে। ক্ষমতা থাকা সত্ত্বেও কমিশন সেখানে হস্তক্ষেপ করেনি! আক্রান্ত মানবাধিকার কর্মীদের ন্যূনতম ভরসা জোগাতেও ব্যর্থ হয়েছে। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য ভরসা করা হচ্ছে পুলিশ আধিকারিকদের উপরই! সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার