
বিশ্বরূপ কর বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি, ৩মেঃ ভোট শেষে জেলা পরিষদ বোর্ড গঠনের বার্তা দিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক। জানালেন দলিয় প্রার্থীর মোট এগারোজনের মধ্যে দশজনই জয়লাভ করবেন। দলিয় কার্যালয়ে বসে প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় সঞ্জীব বনিক বলেন আমরাই বোর্ড গঠন করছি এতে কোনও ধরনের সন্দেহ নেই। শুধু বিজেপি দলেরই মোট দশজনের জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা।
তবে তিনি শরিক দল অর্থাৎ অগপ দলের অবস্থান নিয়ে কিছু জানাতে পারেননি। বলেন এমুহুর্তে আমার কাছে যে খবর রয়েছে এতে গেরুয়া দলের একজন ছাড়া বাকি সকলেই জিতছেন। অগপ দলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ এখনো হয়নি। তাদের সাথে কথা বলার পরই এই তথ্য পাওয়া যাবে। এদিকে গোটা দিনভর ভোট ময়দানে চষে বেড়ানোর পর বরাকবাণী দৈনিকের হাতে যে তথ্য এসেছে এতে নিলামবাজার জেলা পরিষদ আসন, শ্রীমন্ত কানিশাইল বাশাইল আসন, শ্রীগৌরি জেলা পরিষদ আসনে বিরোধী দল শাসকদলকে সমানে সমানে টেক্কা দিয়েছে।
ভোট ফেরত সমীক্ষা অনুযায়ী নিলামবাজার আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়কে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। বিশ্বস্ত সূত্রমতে এই আসনে অভিজিৎ রায়ের বিপক্ষে কাজ করেছে দলেরই একটি মহল। বিগত দিনের কিছু গল্পকে পুজি করেই বিজেপি প্রার্থীকে কুপোকাৎ করার চেষ্টা হয়েছে। নিলাম বাজার জেলা পরিষদ আসনে দলিয় প্রার্থীর প্রবল দাবিদার ছিলেন বিজের রাজ্যিক সদস্য তথা দলের পোড়খাওয়া মহিলা নেত্রী শিপ্রা গুন। প্রার্থী চয়নের একেবারে শেষ মুহুর্তে প্রার্থীত্ব থেকে ছিটকে যান শিপ্রা।
টিকিট চেয়ে বঞ্চিত হলেও তিনি দলের একনিষ্ঠ নেত্রী হিসেবে চুটিয়ে কাজ করলেও শিপ্রা সমর্থিত একটি গোষ্ঠী বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি। যদিও তারা প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। দলের বিপক্ষে না গিয়ে তারা নিজেদেরকে কিছুটা আড়াল করেই এইকটা দিন পার করেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে শ্রীমন্ত কানিশাইল – বাশাইল জেলা পরিষদ আসনেও বেকায়দায় রয়েছেন বিজেপি প্রার্থী কিসমত সূলতানা।
আজ ভোট গ্রহন পর্ব চলাকালীন কয়েকটি কেন্দ্রের মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ভোটার ভোট কেন্দ্রে গেলেও তাদেরকে ভোট দিতে দেয়নি প্রধান বিরোধী দল কংগ্রেসের কিছু লোকজন। এনিয়ে ফিসারম্যান সম্প্রদায়ের লোকজনকে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়।
প্রার্থী কিসমত সূলতানার স্বামীকে রাস্তার সামনে অনেকটাই অসহায় হয়ে দলিয় কর্মকর্তাদের সাথে টেলিফোনে বার্তালাপ করতে দেখা যায়। কিসমত সূলতানার স্বামী মুক্তা অভিযোগ করে বলে বলেন কংগ্রেসী গুণ্ডারা অনেক ভোট কেন্দ্রে ব্যাপক রিগিং চালিয়েছে। বিজেপি সমর্থিত মুসলিম ফিসারম্যান ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধাপ্রদান করা হয়। তবে এই দুই আসন ছাড়া বাকি আসনগুলোতে অনেকটাই সুবিধায় রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।
অন্যদিকে উত্তর করিমগঞ্জ এলাকার লক্ষীবাজার জেলা পরিষদ আসনেও বিজেপির সহযোগী দল অগপকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পরতে হয়েছে। এই আসনে কংগ্রেস প্রার্থী অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে। সবমিলিয়ে শ্রীভূমি জেলায় বিজেপি ভালো অবস্থানে থাকলেও কয়েকটি আসনে তাদেরকে সমানে সমানে টেক্কা দিতে সক্ষম হয়েছে কংগ্রেস।