চার বছর পর ৮ দিনের সফরে বরাকে অখন্ড সংঘপ্রধান তপন ব্রহ্মচারী

শুক্রবার দুপুরে কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসেন তিনি এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শিলচরের রাধামাধব রোডের অযাচক আশ্রমে। কুম্ভীরগ্রাম থেকে শিলচর আসার পথে বিভিন্ন জায়গায় ভক্তরা তাকে শ্রদ্ধা জানান। অযাচক আশ্রমে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় ভক্তদের দর্শন দেন তপন ব্রহ্মচারী।

শনিবার আশ্রম চত্বরেই রয়েছে দীক্ষা দান এবং সন্ধ্যায় স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের জীবনাদর্শের উপর বানানো চলচ্চিত্র ওঁকারের জয়যাত্রা প্রদর্শন। ২০০৬ সালে তপন ব্রহ্মচারীর আধ্যাত্মিক পূর্বসূরী, শ্রীশ্রী সংহিতা দেবী (মামণি) বরাক উপত্যকা সফরে এসেছিলেন। তখন লক্ষাধিক লোকেরা একসঙ্গে সমবেত উপাসনায় অংশ নিয়েছিলেন। একই দিনে ২৭ হাজার লোকেদের দীক্ষা দিয়েছিলেন মামণি।

২০০৮ সালে মামণির মহাপ্রয়ানের পর নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তপন ব্রহ্মচারী। এরপর বহুবার বরাক উপত্যকায় এসেছেন। ২০২২ সালে ভয়ংকর বন্যার ধরুন তার সফর বাতিল হয় এবং প্রায় চার বছর পর তিনি ফের উপত্যকায় এসেছেন। শনিবার সকালে তিনি ইচ্ছুক ব্যক্তিদের দীক্ষা প্রদান করবেন।

রবিবার আশ্রম চত্বরে একটি মানব-সেবা কেন্দ্র উদ্বোধন করবেন তিনি। সেখানে সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সহ অন্যান্যরা অতিথিরা উপস্থিত থাকবেন। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুদিন ধরেই এই মানব-সেবা কেন্দ্র জনসেবায় কাজ করেছে তবে মাঝখানে কিছুদিনের জন্য সেটা বন্ধ ছিল। এবার তপন ব্রহ্মচারীর হাত ধরে কেন্দ্রটি পুনরায় চালু হচ্ছে।

এর মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। উপত্যকার বিভিন্ন চিকিৎসক এখানে এসে রোগীদের সমস্যা শোনেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। রবিবার দুপুরে অযাচক আশ্রমেই রয়েছে একটি কর্মী সম্মেলন। এতে উপস্থিত থাকবেন তপন ব্রহ্মচারী। এদিন সন্ধ্যায় রয়েছে স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। এতে বিভিন্ন শিল্পীরা অংশ নেবেন।

শিলচরের তিন দিনের অনুষ্ঠান শেষ করে সোমবার সকালে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী। সেখান রয়েছে কর্মী সম্মেলন, দীক্ষা সহ অন্যান্য অনুষ্ঠান। অখণ্ড সংগঠনের দক্ষিণ অসম শাখার সম্পাদক অমিতাভ দেব জানান, ৫ মে সকালে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী এবং সেখানেও রয়েছে একটি শোভাযাত্রা।

সন্ধ্যায় ভক্তদের দর্শন দেবেন তিনি এবং ৬ মে থাকবে সাংগঠনিক বৈঠক। ৭ মে শ্রীভূমিতে রয়েছে দীক্ষা অনুষ্ঠান এবং সন্ধ্যায় ওঁকারের জয়যাত্রা ছায়াছবি প্রদর্শন। ৮ মে সকাল ১১ টায় শ্রীভূমি অখন্ড মন্ডলী এবং শ্রীভূমি জেলা অখণ্ড সংগঠনের কর্মীদের নিয়ে এক বিশেষ সভা রয়েছে এবং এদিন সন্ধ্যায় সেখানে থাকছে স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। ৯ মে সকালে শ্রীভূমি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী এবং শিলচরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুরে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…