পঞ্চায়েত জয়ের লক্ষ্যে একজোট বিজেপি – মাঠ কাঁপাচ্ছেন কৃষ্ণেন্দু, বিজয়, মিশন ও সুব্রত!

একদিকে বিজেপির টিম ওয়ার্ক অন‍্যদিকে অন্তকোন্দলে জর্জরিত বিভিন্ন শিবিরে বিভক্ত কংগ্রেস দলের মধ‍্যে সিংহভাগ জেলাপরিষদ আসনে সরাসরি লড়াই হবে পঞ্চায়েত নির্বাচনে। কিছু আসনে ফেক্টর কংগ্রেস টিকিট বঞ্চিত নির্দল প্রার্থীরা।

তবে বিধানসভা কিংবা বিগত লোকসভা নির্বাচন থেকে অনেকটা দুর্বল অবস্থানে রয়েছে কংগ্রেস অন্তত প্রার্থী তালিকা ঘোষণা থেকে, টিকিট প্রদানের নামে অর্থলেনদেন কিংবা দিল্লি-দিসপুরের হাইপ্রোফাইল দলীয় নেতাদের শ্রীভূমি নিয়ে অনীহা এমনটা প্রমাণ করে।অন‍্যদিকে আভ‍্যন্তরীণ সব জটিলতা কাটিয়ে বিজেপি নেতারা একজোট হয়ে কাজ করছেন।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে রাজ‍্য সভার সাংসদ মিশন রঞ্জন দাস, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালকার থেকে জেলাবিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন। পঞ্চায়েত ভোট নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন এবার জেলার সর্বত্র পদ্মফুল ফুটবে। জেলাপরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি গঠন করবে। বলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাধারণ মানুষের জন‍্য কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে সরকারি প্রকল্পগুলো হিতাধিকারীদের কাছে পৌছে দেওয়া,দূর্নীতিমুক্ত সুশাসন গঠন করা এবং সর্বোপরী রাজ‍্যের আর্থ সামাজিক উন্নয়নে মুখ‍্যমন্ত্রীর প্রয়াসই ভোটারদের বিজেপিতে ভোটদানে এগিয়ে আসতে বাধ‍্য করবে বলে দাবি করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

অন‍্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য কংগ্রেসের সমালোচনা করে বলেন জণগনের প্রকৃত উন্নয়ন করেনি এই দল। অন‍্যদিকে বিজেপি সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। ফলে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়ন করে নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে সুব্রত ভট্টাচার্য দেশ আজ এগিয়ে যাচ্ছে সবক্ষেত্রে। ফলে মানুষ বিজেপির পক্ষেই রায়দান করবেন বলে মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য। সবমিলিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন জেলা বিজেপি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে পঞ্চায়েত দখল করবে বিজেপি, মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…