শ্রীভূমিতেও পঞ্চায়েতে বাজিমাত করবে কংগ্রেস! ১৪টি আসনেই বিজেপিকে টক্কর দেবে কংগ্রেস প্রার্থীরা

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই কাজ করে যাচ্ছেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। বিভিন্ন জেলাপরিষদে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালান একনিষ্ঠ কংগ্রেস কর্মী তাপস পুরকায়স্থ। ভোটগ্রহণের প্রাককালে বৃহস্পতিবার ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষকে একের পর এক প্রলোভন দিয়ে যাচ্ছে।

ভোট আসলেই প্রকল্পের বন‍্যা শুরু হয়। ভোট শেষে সাধারণ মানুষ শুধু প্রতারণা লাভ করেন বলে অভিযোগ করেন তাপস বাবু। বলেন গ্রামাঞ্চলে মানুষ কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় রয়েছেন।কংগ্রেস জেলার মোট ষোলোটি জেলাপরিষদে প্রার্থী প্রদান করে কিন্তু দুজন প্রার্থী সরে দাড়ানোয় ১৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সিংহভাগ জেলাপরিষদ আসনেই কংগ্রেস প্রার্থীর পক্ষে রয়েছেন মানুষ বলে জানান শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। বলেন সুপ্রাকান্দি-মাইজগ্রাম জেলাপরিষদ আসনের প্রার্থী জয়ী পাল দে-র সঙ্গে বিভিন্ন স্থানে ছুটে গিয়ে মানুষের যে সমর্থন দেখেছেন তাতে এটা নিশ্চিত যে জয়ী পাল দে বিপুল ভোটে জিতবেন। বিজেপি দলের বিভিন্ন অপপ্রচার, মুখ‍্যমন্ত্রীর বিভিন্ন অভিযোগকে উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ ভোটাররা কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা ব‍্যক্ত করেন করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…