জাতপাত নিয়ে রাজনীতি!  কংগ্রেস  প্রার্থীর  বিরুদ্ধে মানহানি মামলা করার হুঙ্কার বিজেপি  প্রার্থীর

জাতি পরিচয় নিয়ে কংগ্রেস প্রার্থীর অপমানজনক মন্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন তিনি। অর্চনা সরকার দত্ত জানান, তিনি এসসি (নমঃশূদ্র) সম্প্রদায়ভুক্ত এবং সরকার তার পৈত্রিক উপাধি। দত্ত পরিবারে বিয়ে করলেও তার জাতীয় পরিচয়ে কোনও পরিবর্তন ঘটেনি। তাঁর কথায়, বিয়ে মানে জাতি পরিবর্তন নয়। এটি অপরাধ হলে আমি জনগণের কাছে জানতে চাই, সেই অপরাধের বিচার কি কেবল আমাকেই ভোগ করতে হবে?

তিনি অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থী নির্বাচনের একদিন আগে তার জাতপাত নিয়ে প্রশ্ন তুলে তাঁকে মানহানিকর ও অপমানজনক মন্তব্যের শিকার করেছেন। অথচ মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন এই বিষয়টি চ্যালেঞ্জ করা যেত। এখন রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ এনে তার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমি একজন আইনজীবী। ভোট শেষ হওয়ার পর কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা করব। তিনি আরও বলেন, এসসি সম্প্রদায়কে অশিক্ষিত বা অযোগ্য বলার মানে গোটা সমাজকে অপমান করা। আজ এসসি সম্প্রদায়ের মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রশাসনিক অফিসার রয়েছেন। সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন অর্চনা। বলেন, আজ আমার জাত নিয়ে কথা উঠছে, এটা অপমানজনক। জনগণের কাছে বিচার চাই। ভোটের মাধ্যমেই এর যোগ্য জবাব দিন।

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থী ঝুমি রানী দাস এবং তাঁর স্বামী আগে বিজেপির সদস্য হতে চেয়েছিলেন। বিজেপি তাদের সেই দাবি প্রত্যাখ্যান করলে তাঁরা কংগ্রেসে যোগ দেন এবং বিজেপি ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবান্তর মন্তব্য করতে শুরু করেন। সাংবাদিক সম্মেলনে অর্চনার পাশাপাশি বক্তব্য রাখেন শ্রী গৌরী মণ্ডল, জেলা সভাপতি অশোক কুমার দাস, প্রাক্তন সভাপতি রূপন কুমার পাল, এসসি মোর্চা সভাপতি ঝন্টু দাস, সম্পাদক কৃষ্ণপদ দাস এবং অংকন রায়।

সকলেই কংগ্রেসের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং জনগণকে আহ্বান জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দিতে। অর্চনা সরকার দত্ত স্পষ্ট জানিয়ে দেন, সম্মান নিয়ে কোনও আপস নয়। অপমানের জবাব দেওয়া হবে, আইনের পথেই।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…