মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোগিতা প্রকল্পে অর্থ সহায়তা থেকে বাদ! সোনাবাড়িঘাটে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ

বুধবার সোনাবাড়িঘাট গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন স্ব-সহায়তা গোষ্ঠীর (SHG) শতাধিক সদস্যা। তারা সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে জানান, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রকল্পের আওতায় তারা আবেদন করেছিলেন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন জমা দিয়ে, ব্লক স্তরে দু, তিনবার ভেরিফিকেশনের ধাপও সফলভাবে সম্পন্ন করেন।

কিন্তু হঠাৎ করেই এল আশাহত খবর নাম নেই তালিকায়। অভিযোগ উঠেছে, সম্প্রতি বিজেপির মণ্ডল কমিটির কর্মকর্তাদের নতুন করে করা যাচাই-বাছাইয়ের পরেই অনেকের নাম কেটে দেওয়া হয়েছে। এক একটি স্ব-সহায়তা গোষ্ঠীতে যেখানে দশ জনের নাম অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, সেখানে দু, তিনজনকে রেখে বাকি সকলের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

হিতাধিকারীদের প্রশ্ন সব যোগ্যতা থাকার পরও আমাদের নাম বাদ গেল কীভাবে? তাদের দাবি, দীর্ঘদিন ধরে নথিপত্র নিয়ে দৌড়ঝাঁপ ও ভেরিফিকেশনের নামে হয়রানি সহ্য করার পর এমন আচরণ অত্যন্ত অসম্মানজনক। ক্ষুব্ধ মহিলারা বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করা হবে।

এখন সেই প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়ে রইল। তাঁরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত ও অবিচার রোধের দাবি জানান। এ প্রসঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ক্ষতিগ্রস্ত মহিলাদের বক্তব্য, যদি তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…