ফেক আইডি কাণ্ডে চাঞ্চল্য! কংগ্রেস প্রার্থীর নামে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান, থানায় এফআইআর করলেন সুমন্ত দাস

ঘটনার পর কংগ্রেসের এক প্রতিনিধি দল নিয়ে তিনি ছুটে যান রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ে। সেখানে বিভাগীয় আধিকারিককে না পেয়ে সার্কেল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি বিস্তারিত জানান। পরে রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি। থানায় দাখিল করা অভিযোগের সঙ্গে তিনি প্রমাণ-সহ ফেক আইডির স্ক্রিনশটও জমা দেন। পরে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সুমন্ত দাস বলেন, যদি সত্যি বিজেপি উন্নয়নের কাজ করত, তাহলে এমন ভুয়া প্রচারের দরকার পড়ত না। জনগণ নিজেরাই ভোট দিত। এই ধরনের কূটকৌশল আসলে তাদের ব্যর্থতার প্রমাণ।

তিনি আরও বলেন, ভয় না পেয়ে সাহস দেখান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ময়দানে নামুন। এসব ফেক আইডির পিছনে লুকিয়ে থাকবেন না। যদিও তিনি ফেক আইডির প্রকৃত মালিক সম্পর্কে কিছু বলতে পারেননি, তবে তার বিশ্বাস, এটি পরিকল্পিতভাবে শাসক দলের দ্বারা পরিচালিত হয়েছে। তিনি আশাবাদী, পুলিশের তদন্তে আসল রহস্য সামনে আসবে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তিনি শ্রীভূমি জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার, নির্বাচন আধিকারিক এবং কংগ্রেসের উর্দ্ধতন নেতাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস, ভৈরবনগর মণ্ডল কংগ্রেস সভাপতি বিজিৎ কুমার দাস এবং মিডিয়া ইনচার্জ জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘটনার জেরে ভৈরবনগর জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই চড়ছে। এখন প্রশাসন কত দ্রুত এবং কীভাবে পদক্ষেপ গ্রহণ করে এই বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…