
বরাকবাণী প্রতিবেদন ধলাই ২০এপ্রিল: দক্ষিণ ধলাই লায়লাপুরের শ্যামাচরণপুর শেওরারতল এলাকায় অনুষ্ঠিত হল এক বিশাল রাজনৈতিক জনসভা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাফিজা বেগমের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের অন্যতম মুখপাত্র সুস্মিতা দেব, মুজিবুর রহমান, আব্দুল জলিল সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপি ও কংগ্রেস—উভয় দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, বিজেপি সরকার শুধু বিভাজনের রাজনীতি করে। সাধারণ মানুষের সমস্যার কোনো সমাধান তারা দিতে পারেনি। কংগ্রেসও বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে কিছুই করেনি।

বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপিকে একহাত নিয়ে বলেন, বিজেপি সরকার ভোট এলেই আপনাদের দরজায় আসে। ভোট চলে গেলে আর খোঁজ রাখে না। ওরা শুধু হিন্দু-মুসলিম করে মানুষকে বিভক্ত করে, আর সেই ফাঁকে দেশের সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, আচ্ছে দিন দেখানোর নামে মানুষকে ধোঁকা দিয়েছে বিজেপি। গ্যাসের দাম আকাশ ছোঁয়া, জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণের বাইরে, বেকার যুবকদের হাতে কাজ নেই—এই হল ‘ডবল ইঞ্জিন’ সরকারের আসল চেহারা।
কংগ্রেসকেও ছেড়ে কথা বলেননি সুস্মিতা দেব। কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওরাও বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু মাটির মানুষ কী পেয়েছে? কংগ্রেস এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ব্যস্ত। ওদের কাছে গরিব মানুষের কথা ভাবার সময় নেই। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে, এবার সেই উন্নয়নের ছোঁয়া আসবে এই অঞ্চলেও।
সভায় হাফিজা বেগম প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে দক্ষিণ ধলাই এলাকায় নতুন রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবেন। স্থানীয় তৃণমূল নেতারা বলেন, বিজেপি সরকার শুধু ভাষণ দেয়, কাজ করে না। ওদের চোখে শুধু বড়লোক, সাধারণ মানুষ যেন শুধুই ভোটের সংখ্যা। সভাস্থলে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই বলেন, সুস্মিতা দেবের কথা আমাদের মনের কথা। আমরা উন্নয়ন চাই, বিভাজন নয়। এবার বদল আনব আমরা। জনসভা শেষে এলাকাজুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।