ধলাই পুলিশের বিশেষ অভিযানে দুটি অবৈধ সার বুঝাই লরি আটক, গ্ৰেফতার গাড়ি চালক ও খালাশী

ধলাই পুলিশ শুক্রবার রাত ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুইটি সার বোঝাই লরি আটক করে, শিলচরের মালুগ্রাম লালগোদাম থেকে মিজোরামের উদ্দেশ্যে পাচারের জন্য পাঠানো হচ্ছিল। আটককৃত লরিগুলির নম্বর এস ২৬ ইসি-১৬৪৯ ও এস ১১ ইসি-৮১০১। লরিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, সরকারি সারের বড় মজুদ পাচারের উদ্দেশ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, অথচ কোনও বৈধ কাগজপত্র ছিল না। লরি চালক ও খালাশীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলেও, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই অপকর্মের মূল মাষ্টারমাইন্ডরা এখনও ধরা ছোঁয়ার বাইরে!

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের পেছনে রয়েছেন সোনাবাড়িঘাটের সাবির আহমেদ লস্কর, সোনাই বাজারের রাকিব হাসান লস্কর ও হান্নান হুসেন লস্কর যারা বর্তমানে পলাতক। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই সরকারী মালামাল চুরি, অবৈধ মজুদ ও পাচারের সঙ্গে জড়িত। অথচ আজও তারা খুলা আকাশের নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে I  স্থানীয় বাসিন্দা মফিজউদ্দিন চৌধুরী বলেন, প্রশাসনের চোখের সামনে এইরকমভাবে সরকারি সার পাচার হওয়া মানেই দুর্নীতির রমরমা চলছে।

আমরা সাধারণ কৃষকরা ন্যায্য দামে সার পাই না, অথচ কিছু লুটেরা সিন্ডিকেট রাতের অন্ধকারে পাচার করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। আরেকজন স্থানীয় কৃষক অনিতা দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, এইসব দুর্নীতিবাজদের শাস্তি না হলে আগামীতে আরও বড় দুর্নীতি হবে। কৃষকদের পেটে লাথি মেরে যারা নিজেদের পকেট ভরছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।

যদিও পুলিশ তাদের খোঁজে অভিযান চালাচ্ছে, কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা না যাওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে I যদি সময়মতো তাদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়, তবে এই চক্র আরও বিস্তার লাভ করবে বলে আশঙ্কা করছে সচেতন মহল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজে লাগাতার অভিযান চালানো হচ্ছে। তবে প্রশ্ন এতবড় অপারেশন চালাতে গেলে কি শুধুই নিচুস্তরের কর্মীরা জড়িত? নাকি এর পেছনে আছে আরও বড়সড় রাজনৈতিক বা প্রশাসনিক মদত? এই প্রশ্নই এখন জেলাবাসীর মনে সন্দেহের দানা বাঁধছে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…