ডিমাহাসাও স্বশাসিত পরিষদের ১০০২ কোটি টাকার বাজেট গৃহীত , উন্নয়ন প্রকল্পে জোর, জল সমস্যার সমাধানে অম্রুট প্রকল্প

পুরো অধিবেশন জুড়েই বাজেট নিয়ে হয় দীর্ঘ আলোচনা, তর্ক-বিতর্ক, এমনকি একই দলের সদস্যদের মধ্যেও দেখা যায় মতানৈক্য। তবে শেষপর্যন্ত অধিবেশনটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং বাজেট গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। ৩০ সদস্যের পরিষদে এদিন উপস্থিত ছিলেন ২৮ জন। অনুপস্থিত ছিলেন হারাঙ্গাজাও কেন্দ্রের প্রতিনিধি ও কালাচান্দ কেন্দ্রের প্রতিনিধি রতন জোরামবুসা।

বাজেট পেশের পর পরিষদের ইএম নিরঞ্জন হোজাই স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলে বলেন, অর্থ বরাদ্দের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অন্যদিকে সদস্য নম্রথাং মার পরিষদের সিইএম দেবোলাল গর্লোসার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। তিনি সরাসরি পরিষদ প্রধানকে নিশানা করে বলেন, অনেক গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবায়নে দেখা যাচ্ছে অনিয়ম। অবিলম্বে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

বাজেট পাস হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিষদ প্রধান দেবোলাল গর্লোসা জানান, এটি শুধুমাত্র একটি আর্থিক দলিল নয়, বরং ডিমাহাসাও জেলার সার্বিক উন্নয়নের রোডম্যাপ। এবারের বাজেটে ৫ শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পর্যটন খাতের বিকাশ এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার এসব খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে বড় সিদ্ধান্তের কথা জানান সিইএম গর্লোসা। বৃহত্তর হাফলং এলাকায় অম্রুট প্রকল্পের অধীনে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং কাজের দায়িত্ব পেয়েছেন নলবাড়ির যাদব বৈশ্য, তিনি জানান। শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন পরিষদ প্রধান।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…