দলের অনুশাসন ভঙ্গের দায়ে করিমগঞ্জ কংগ্রেসের পাঁচ নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার

শণিবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনূর রশিদ চৌধুরী,জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ,নবেন্দু শর্মা পুরকায়স্থ, আইনজীবী সুব্বুর তাপাদার, আব্দুল ওয়ারিস প্রমুখ পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন জেলার মোট ষোলোটি জেলাপরিষদ আসনের মধ‍্যে মোট চৌদ্দটি আসনে কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মূলত পাথারকান্দি জেলাপরিষদের অধীনে লোয়াইরপোয়া আসনে কংগ্রেস প্রার্থী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং চান্দখিরা আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন কৌশলগতভাবে বাতিল  করা হয়েছে বলে জানান কংগ্রেস সভাপতি। বলেন জেলায় মোট ৯৫ টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ‍্যে ৬৪ টি আঞ্চলিক পঞ্চায়েতে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে দলীয়ভাবে টিকিট প্রদানের পর কিছু কংগ্রেসিরা জেলাপরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করে ভোটময়দানে অবতীর্ণ হয়েছেন।

দলের অনুশাসন ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জেলাপরিষদ আসনে মনোনয়ন দাখিলের অভিযোগে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুর হক চৌধুরী,সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিন এবং হেনা বেগমকে ছয়বছরের জন‍্য কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।অন‍্যদিকে রাতাবাড়ি মন্ডল কংগ্রেস সভাপতি বাহা উদ্দিন ও যুব কংগ্রেস নেতা কমরুল ইসলামকে আঞ্চলিক পঞ্চায়েতে মনোনয়ন দাখিলের জন‍্য ছয়বছরের জন‍্য বহিষ্কার করা হয়েছে বলে জানান কংগ্রেস সভাপতি। সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক‍্যামেরা লাগানো এবং স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্যারা মিলিটারি ফোর্স নিয়োজিত করার দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

একইসঙ্গে তিনি বলেন বাল‍্যবিবাহ নিয়ে রাজ‍্য তোলপাড় করা মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি দলের এক প্রার্থী বাল‍্যবিবাহ আইন ভঙ্গ করেছেন। আনিপুর জেলাপরিষদের অধীনে এক প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস দল লিখিত অভিযোগ দাখিল করার পরও কোনো ব‍্যবস্থা প্রশাসনের তরফে গৃহীত হয়নি বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…