ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

চৌধুরী জানান, নতুন আইন অনুযায়ী ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত মুসলিমদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকারকে খর্ব করে। তিনি স্পষ্টভাবে বলেন, এই বিল মুসলিম ধর্মাচরণের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রায় ১৩ ঘণ্টার চর্চার পর লোকসভায় ২৮৮-২৩২ ভোটে এবং রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে পাস হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। মধ্যরাত পর্যন্ত চলা বিতর্কের শেষে পাস হওয়া এই বিলকে ‘ঐতিহাসিক সংস্কার’ বলে দাবি করেছে মোদি সরকার। তাদের মতে, এতে সংখ্যালঘু সম্প্রদায় উপকৃত হবে।

তবে বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস ও মুসলিম সংগঠনগুলি এই বিলকে ‘মুসলিম-বিরোধী’, ‘স্বাধীনতা বিরোধী’ এবং ‘অসাংবিধানিক’ বলে তীব্র বিরোধিতা করেছে। AIMPLB-এর করা আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের নেতৃত্বাধীন বেঞ্চে। চৌধুরী জানান, ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত একাধিক আবেদন সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়েছে, এবং AIMPLB-এর আর্জিও সেই তালিকায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।আজকের নিলামবাজারের ঘটনায় পুলিশ ও জনতার সংঘর্ষে তীব্র নিন্দা জানিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে কংগ্রেসের কোনও কর্মী ছিলেন না। এই ঘটনার জন্য দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। ওয়াকফ আইনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলা করেছে কংগ্রেস।

হাফিজ রশিদ জানান: সিএএ (CAA) ২০১৯: এই আইনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে শুনানির পর্যায়ে রয়েছে। তথ্যের অধিকার আইন সংশোধনী (২০১৯): ২০০৫ সালের মূল আইনের সংশোধনীর বিরুদ্ধে মামলার রায় এখনও বিচারাধীন। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনী (২০২৪): এই আইন নিয়ে কংগ্রেসের মামলা চলমান। উপাসনালয় আইন (১৯৯১): আইনটির মূল ভাব অক্ষুণ্ণ রাখার দাবি তুলে সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক। AIMPLB এবং কংগ্রেসের পক্ষে এটিকে সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্টের রায়ে কোন দিক জয়ী হয় সরকারের তথাকথিত সংস্কার, নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার?

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…