শ্রীভূমিতে উত্তপ্ত পরিস্থিতি, চলন্ত বাসে যুবতীকে দলবদ্ধ ধর্ষণের চেষ্টা, হিন্দু রক্ষী দল ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ

মঙ্গলবার বদরপুর সার্কেল অফিসের সামনে থেকে শ্রীভূমি জেলাসদরে আসার জন‍্য বাসে চড়েন এক যুবতী।বাসে উঠে দেখে কোনো যাত্রী নেই,শুধু চালক ও সহচালক রয়েছে।তিনি তখন বাস থেকে নামতে চাইলে তড়িঘড়ি চালক বাসটি এগিয়ে নিয়ে যান।কোনোক্রমে নিজের মোবাইল ফোন থেকে পিতাকে লোকেশন পাঠান যুবতী।এদিকে বাসের ভিতরে তাকে দলবদ্ধ ধর্ষণের চেষ্টায় সবাই এগিয়ে গেলে তিনি জানিয়ে দেন যে পিতার কাছে লোকেশন পাঠানো হয়েছে এবং কেউ রেহাই পাবেন না। নিজেরা বিপাকে পড়বে সেটা ভেবে ভিন ধর্মের  চালক,সহচালক কিছুদূর এগিয়ে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে পথের ধারে ফেলে দেয় এবং গাড়ি নিয়ে গা ঢাকা দেয়। কোনোক্রমে পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করলে তারা এগিয়ে গিয়ে আহত অবস্থায় যুবতীকে  উদ্ধার করেন এবং সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে বিশিষ্ট চিকিৎসক তথা পুরকমিশনার  ডা:দেবতোষ পাল হাসপাতালে ছুটে যান এবং প্রয়োজনীয় ঔষধপত্র,এক্স-রে সহ অন‍্যান‍্য সামগ্রীর ব‍্যবস্থা করে দেন।

এদিকে ঘটনার পর হিন্দু রক্ষী বাহিনীর তরফে জেলা সভাপতি  ধীরাজ ভট্টাচার্য,সঞ্জীব দাসরা তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান।যুবতীর কাছ থেকে সবকিছু শুনে ক্ষোভে ফেটে পড়েন।পরবর্তীতে দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব‍্যস্ত করেন সবাই। অবশেষে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।পুলিশ সুপার পার্থপ্রতীম দাস শীঘ্রই দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি প্রদান করলে পথ অবরোধ প্রত‍্যাহার করা হয়।এদিকে বুধবার সকাল থেকেই দোষীদের আটকের দাবিতে জাতীয় সড়কে প্রতিবাদ সাব‍্যস্ত করেন হিন্দু রক্ষী বাহিনী ও বজরং দলের কর্মকর্তারা।

অন‍্যদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করে। পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান হাসপাতালে চিকিৎসাধীন যুবতীর বয়ান অনুযায়ী পুলিশ মাঠে নেমে পাঁচটি গাড়ি আটক করে এবং  এএস ২৪ সি ৬১১১ নম্বরের হাইলকান্দির রেজিষ্ট্রেশন থাকা গাড়ি ঘটনায় জড়িত থাকার তথ‍্য লাভ করেন তারা।মোবাইল লোকেশন এবং সিটি টিভি ফুটেজের ভিত্তিতে পরবর্তীতে পাঁচগ্রামের জসিম উদ্দিন লস্কর এবং শিলচরের আবু সালাম নামের দুজনকে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান পুলিশ সুপার পার্থপ্রতীম দাস।বলেন অন‍্যদের শীঘ্রই আটক করা হবে এবং ঘটনায় জড়িত কেউ পুলিশের হাত থেকে রেহাই পাবেন না।আটকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতীম দাস।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…