দুই উপত্যকার সেতুবন্ধনে ঐতিহাসিক পদক্ষেপ! বরাক উপত্যকা সাংবাদিক সম্মাননায় তমোজিৎ ভট্টাচার্যের কৃতিত্বের স্বীকৃতি

এদিন সম্মান প্রাপক তমোজিৎ ভট্টাচার্য সাংবাদিকদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে নির্দিষ্ট কিছু দাবী তুলে ধরেন। উপস্থিত সবাই এদিনের আয়োজনে সাধুবাদ জানান, সংবর্ধনা শেষে সমবেত সঙ্গীত পরিবেশন করে আজকের এই অনুষ্ঠান সূচি সম্পন্ন করেন।পরে দুপুরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সুষ্ঠু সুন্দর আয়োজন সম্পন্ন হয়।এদিন, আয়োজন সুন্দর ও সফল করতে তৎপর ভূমিকা পালন করে নবগঠিত শিলচর মেহেরপুরের মনুষ্যত্ব এনজিও এবং তপস্যা একাডেমী। এদের নেতৃত্বে কল্যাণী দেব এবং নন্দিতা দে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আয়োজন সুন্দর করে সাজিয়ে তুলতে একপ্রকারের নির্ণায়ক ভূমিকা পালন করে।

এদিন অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার পক্ষ থেকে রাজ্যিক সভাপতি জিতু শর্মা রাজখোঁয়া, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা, কার্যালয় সম্পাদক সঞ্জীব ডেকা, কার্যকরী সভাপতি মনোজ কুমার বড়ঠাকুর, সহকারী সম্পাদক অমল নাথ,মরিগাঁও জেলা কমিটির সহ সম্পাদক মোহন হাজারিকা , রিঙ্কু কলিতা সহ বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর সভাপতি সূধন্যা সিনহা, সাধারণ সম্পাদক সানি রায়, সাংগঠনিক সম্পাদক শুশীল সিনহা,সহ-সভাপতি শুভ সুন্দর দেব চৌধুরী, কার্যকরী সদস্য বিশ্বজিৎ আচার্য্য,তাপস রঞ্জন নাথ,সুরজিৎ দাস,ইকবাল হোসেন চৌধুরী,রবীন্দ্র দাস,সহ অনেকেই এদিন উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত সকলের সক্রিয় সহযোগিতা র জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত থাকা সকল সদস্যদের প্রতি।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…