গণতন্ত্র রক্ষায় শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রতিবাদ—বিনা শর্তে মুক্তি চাই দিলোয়ার হুসেন মজুমদারের!

ইন্দিরা ভবনের সম্মুখে রাজপথে শণিবার প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করেন কংগ্রেসিরা।জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন গুয়াহাটিতে এপেক্স ব‍্যাংকের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক দিলোয়ার হুসেন মজুমদার।ব‍্যাংক কর্তৃপক্ষের মতামত জানতে সেখানে তিনি ছুটে গেলে ব‍্যাংকের এমডি নিজ কক্ষে ডেকে পাঠান। দুর্ভাগ‍্যজনকভাবে সেখান থেকে দিলোয়ারকে আটক করে পানবাজার থানায় নিয়ে আসা হয়।দীর্ঘ নয়ঘন্টা বসিয়ে রেখে পরবর্তী দিলোয়ার হুসেন মজুমদারকে আটক করা হয়।তবে আশ্চর্যজনকভাবে অনুসূচিত জাতির মানুষকে হেনস্তা করা অন‍্যান‍্য বিভিন্ন ধারা লাগিয়ে সাংবাদিককে আটক করা হয়।রাজ‍্য জুড়ে সাংবাদিকরা প্রতিবাদ সাব‍্যস্ত করলে চাপের মুখে জামিনে দিলোয়ার হুসেন মজুমদারকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রহস্যজনকভাবে পৃথক মামলায় তাকে পুনরায় আটক করা হয় বলে ক্ষোভ ব‍্যক্ত করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী । তিনি বলেন পবিত্র রমজান মাসে রোজাব্রত পালন করা একজন সাংবাদিকের সঙ্গে যে ব‍্যবহার করা হয়েছে তা গণতন্ত্রের পক্ষে এক অশনি সংকেত।সমাজে বিভিন্ন দূর্নীতি হলে সংবাদ মাধ‍্যমের কর্মীরা তা জনসমক্ষে তুলে ধরবেন এবং এক্ষেত্রে উভয়পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করবেন সেটাই কাম‍্য।ঠিক সেই কাজ করতে গিয়েই মিথ‍্যা মামলায়  হেনস্থার শিকার সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদার।গণতান্ত্রিক দেশে আজ বাক স্বাধীনতা রোধ করার প্রয়াস চলছে বলে অভিযোগ করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ চলছে।বিশেষ করে ২০২১ থেকে আসামে শাসনের নামে যে শোষণ ও অরাজকতার সৃষ্টি হয়েছে তার অন্তিম পর্যায়ে সাংবাদিক দিলোয়ার হুসেন তালুকদারকে দুবার গ্রফতার করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ফলে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে করিমগঞ্জ জেলা কংগ্রেস কর্মকর্তারাও মাঠে নেমেছেন।শীঘ্র সাংবাদিক দিলোয়ারকে মুক্তি প্রদান করা না হলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দেন রজত চক্রবর্তী।এদিনের কার্যসূচিতে জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, নবেন্দু শর্মা পুরকায়স্থ, এ কে তালুকদার,আশুক আহমেদ ;আব্দুল ওয়ারিস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…