
বিশ্বরূপ কর বরাকবাণীপ্রতিনিধি শ্রীভূমি,২৯ মার্চ বিতর্কিত সাহাব উদ্দিনকে কোনও ভাবেই বাগে আনতে পারছেনা জেলা প্রশাসন। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সরকারি হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট সাহাব উদ্দিনের বিরুদ্ধে বরখাস্তের নির্দেশ জারী করা সত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ বিতর্কিত ওই ব্যক্তিকে বরখাস্ত করেনি। রহস্যজনকভাবে আয়ুক্তের জারী করা নির্দেশনামা হাতে নিয়ে ঐদিনই দিসপুরে পাঠিয়ে দেয় বলে জানাগেছে ।

যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্বেও আজ অবধি বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন ভুক্তভোগী পরিবারের লোকজন সহ অন্যান্যরা । শুধু যৌন নির্যাতনের ঘটনাই নয় সরকারি হাসপাতালে চিকিৎসক নীলাদ্রি শেখর দাসকে নিয়েও ঠিক একইভাবে নরম মনোভাব দেখিয়ে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ । নবজাতক বিক্রির মতো মানবতাবিরোধী ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে । উভয় ঘটনা নিয়ে জেলা সদর তোলপাড় হলেও রহস্যজনকভাবে দুই অভিযুক্তকেই আড়াল করার অঅভিযোগ রয়েছে কতৃপক্ষের বিরুদ্ধে। শ্রীভূমি থেকে দিসপুর অবধি সাহাব উদ্দিনের লম্বা হাত রয়েছে বলে প্রথম থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে খবর প্রকাশিত হয়ে আসছে। গুয়াহাটিতে নিকটাত্মীয় লোকজন থাকার সুবাদে সাহাব উদ্দিন যখন যা খুশি করতে পারতেন । হাসপাতাল কার্য্যালয়ের কর্মী থেকে আরম্ভ করে সাধারণ নার্সদেরকে নিজের ইচ্ছেমতো ওঠবস করতে বাধ্য করতেন বিতর্কিত এই লোকটি। সাহাব উদ্দিনের বিরুদ্ধে মুখ খুলে কথা বললেই মিলতো অন্যত্র বদলির হুমকি। শুধু সরকারি হাসপাতালেই নয় বিতর্কিত এই লোকটির বিরুদ্ধে কথা বলার সাহস যোগাতে পারতেননা তার গ্রামের লোকজন। কাঠিগড়া এলাকাতে নামি বেনামি বিশাল সাম্রাজ্য করে নেওয়ার সুবাদে ধরাকে সরাজ্ঞান করতেন সাহাব উদ্দিন। খোদ তার পরিবারের লোকজন দিন কয়েক আগে শ্রীভূমি সরকারি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনটা জানিয়ে গেছেন । গত কয়েকদিন ধরে সাহাব উদ্দিনের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও আজ অবধি সাহাব উদ্দিনকে বাগে আনতে পারেনি উর্ধতন কতৃপক্ষ। যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন ভাবে খতিয়ে দেখার পর জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী গত বৃহস্পতিবার সাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিলেও রহস্যজনকভাবে সেদিনই আয়ুক্তের দেওয়া নির্দেশনামা গুয়াহাটিতে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানাগেছে ।