কালাইনের ভৈরবপুরে চাঞ্চল্যকর ঘটনা! পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা?

     কালাইনের ভৈরবপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। ইসলাম উদ্দিনের অভিযোগ অনুযায়ী, তার বোনের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। একদিকে পরকীয়ার সন্দেহ, অন্যদিকে পারিবারিক কলহ—এই দুইয়ের জেরে ঘটনার পরিণতি দাঁড়িয়েছে তার বোনের মৃত্যুতে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ইসলাম উদ্দিন অভিযোগ করেন, তার দুলাভাই শাহীন আহমেদ পরিকল্পিতভাবে তার বোনকে বিষ পান করিয়ে হত্যা করেছে। তিনি দাবি করেন, পরকীয়ার বিষয়টি সামনে আসার পর থেকে তার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ফেসবুকে একটি ছবি ঘিরে দাম্পত্য কলহ আরও প্রকট হয়, যার চূড়ান্ত পরিণতি এই মর্মান্তিক মৃত্যু। ঘটনার পর শুক্রবার দুপুরে কালাইন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালের পরিবেশ লক্ষ্য করে স্থানীয়রা মন্তব্য করেন, মৃতার পরিবারের লোকজনই শুধু সেখানে উপস্থিত ছিলেন, ছেলে পক্ষ থেকে একমাত্র শাহীন আহমেদকেই দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শাহীনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এতে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে—এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, শাহীন আহমেদ সংবাদমাধ্যমের সামনে তার নির্দোষত্ব দাবি করেন। তিনি জানান, তার স্ত্রীর সঙ্গে গত তিন মাস ধরে কোনো ধরনের বিবাদ ছিল না এবং পরকীয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের মধ্যে যথেষ্ট আন্তরিক ভালোবাসা ছিল এবং এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এদিকে স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের ভিত্তিতে জানা যাবে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। এখন শুধু অপেক্ষা, প্রকৃত সত্য উদঘাটনের।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…