ঈদের আনন্দে মাতোয়ারা শিলচর, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মুসলিম সম্প্রদায়

শুধু জামা-কাপড়ই নয়, খাবারদাবারের দোকানগুলোতেও সমান ভিড়। সেমাই, চিনি, দুধ, খেজুর, বাদাম, নানা ধরনের মসলাসহ ঈদের বিশেষ রান্নার উপকরণ কিনতে গৃহিণীরা বাজারমুখী হয়েছেন। অনেকেই বাড়ির আসবাবপত্র, পর্দা, বিছানার চাদরসহ নানা প্রসাধনী কিনতে ভিড় করছেন বিপণিগুলোতে। এদিকে, বিক্রেতারাও বেজায় খুশি। ব্যবসায়ীদের মতে, এবারের ঈদ বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। এক দোকানি বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের বড় অংশ জুড়ে থাকে কেনাকাটা। বেচাকেনা বেশ ভালো হচ্ছে, বিশেষ করে রাতের দিকেও ক্রেতাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।

এবারের ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ আগামী সোমবার হওয়ায়, রমজানের শেষ মুহূর্তে ঈদকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চরমে পৌঁছেছে। নামাজের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি ঘর সাজানো ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিও চলছে জোর কদমে। আবহাওয়া অনুকূলে থাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে মানুষের ঢল নেমেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। সব মিলিয়ে শিলচর শহরে বইছে ঈদের আনন্দের হাওয়া। ঈদের চাঁদ দেখা মাত্রই পূর্ণতা পাবে এই খুশির আবহ। মুসলিম সম্প্রদায় অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদের দিনটি উদযাপনের জন্য, যেখানে থাকবে আনন্দ, খুশি আর মিষ্টিমুখের এক অপূর্ব সম্মিলন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…