
বরাকবাণী প্রতিবেদন শিলচর, ২৯ মার্চ: পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছে শিলচর শহরসহ আশপাশের এলাকা। ঈদ উল ফিতরের আর মাত্র দুই দিন বাকি। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। শহরের বাজারগুলোতে বইছে উৎসবের আমেজ, জমে উঠেছে ঈদের বাজার। শিলচরের প্রধান বাজার, গোল বাজার, মিঠাপুকুর বাজার, সোনাই রোডসহ অন্যান্য বিপণীগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে। ছেলে-মেয়েদের জন্য ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী পোশাক, শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পাজামা, আরবি থোবসহ নানা রকম জামা-কাপড় কিনতে দৌড়ঝাঁপ করছেন ক্রেতারা। তরুণীরা মেহেদি, চুড়ি, সাজসজ্জার সামগ্রী কিনতে ব্যস্ত, আর শিশুদের জন্য ঈদের নতুন পোশাক কেনার ধুম পড়েছে।

শুধু জামা-কাপড়ই নয়, খাবারদাবারের দোকানগুলোতেও সমান ভিড়। সেমাই, চিনি, দুধ, খেজুর, বাদাম, নানা ধরনের মসলাসহ ঈদের বিশেষ রান্নার উপকরণ কিনতে গৃহিণীরা বাজারমুখী হয়েছেন। অনেকেই বাড়ির আসবাবপত্র, পর্দা, বিছানার চাদরসহ নানা প্রসাধনী কিনতে ভিড় করছেন বিপণিগুলোতে। এদিকে, বিক্রেতারাও বেজায় খুশি। ব্যবসায়ীদের মতে, এবারের ঈদ বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। এক দোকানি বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের বড় অংশ জুড়ে থাকে কেনাকাটা। বেচাকেনা বেশ ভালো হচ্ছে, বিশেষ করে রাতের দিকেও ক্রেতাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
এবারের ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ আগামী সোমবার হওয়ায়, রমজানের শেষ মুহূর্তে ঈদকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চরমে পৌঁছেছে। নামাজের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি ঘর সাজানো ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিও চলছে জোর কদমে। আবহাওয়া অনুকূলে থাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে মানুষের ঢল নেমেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। সব মিলিয়ে শিলচর শহরে বইছে ঈদের আনন্দের হাওয়া। ঈদের চাঁদ দেখা মাত্রই পূর্ণতা পাবে এই খুশির আবহ। মুসলিম সম্প্রদায় অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদের দিনটি উদযাপনের জন্য, যেখানে থাকবে আনন্দ, খুশি আর মিষ্টিমুখের এক অপূর্ব সম্মিলন।