২০২৬ বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে বিজেপির দুর্গ গড়তে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! সম্ভাব্য প্রার্থী সুব্রত ভট্টাচার্য

বুধবার সকালে অতিরিক্ত আবর্তভবনে সাংবাদিক সম্মেলন ডেকে সুব্রত ভট্টাচার্য বলেন চলতি বছরের তিন জানুয়ারি দিসপুরে মুখ‍্যমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠক আহ্বান করেন মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। সেই বৈঠকে মন্ত্রী -বিধায়ক-সাংসদদের সঙ্গে তাকেও উপস্থিত থাকার নির্দেশ দেন মুখ‍্যমন্ত্রী। মন্ত্রী কৌশিক রাই, কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার মুখ‍্যমন্ত্রীর বার্তা তার কাছে পৌছে দেন এবং সে অনুযায়ী তিনি বৈঠকে উপস্থিত হন বলে জানান সুব্রত ভট্টাচার্য। একইভাবে নয় মার্চ জরুরি বৈঠকে মুখ‍্যমন্ত্রী উওর করিমগঞ্জের বিভিন্ন কাজকর্ম এবং সরকারি প্রকল্পের যথাযথ বাস্তবায়ন সংক্রান্ত বিষয় তদারকির দায়িত্ব তাকে দিয়েছেন বলে জানান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা আসন্ন বিধাসভা নির্বাচনে উওর করিমগঞ্জের বিজেপির সম্ভাব‍্য প্রার্থী সুব্রত ভট্টাচার্য। ইতিমধ‍্যে উওর করিমগঞ্জের উন্নয়নে মূখ‍্যমন্ত্রী বেশকিছু প্রকল্প হাতে নিয়েছেন এবং অর্থ বরাদ্দ করেছেন। মূলত বৃহস্পতিবার থেকেই কাজকর্মগুলো শুরু হচ্ছে এবং প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতেই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান সুব্রত ভট্টাচার্য।

আসন্ন পঞ্চায়েত এবং ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে মুখ‍্যমন্ত্রী নির্দিষ্ট কিছু সমষ্টির জন‍্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন এবং শ্রীভূমি জেলার উওর করিমগঞ্জ সমষ্টিও সেই তালিকায় রয়েছে বলে জানান সুব্রত বাবু। বলেন উওর করিমগঞ্জ থেকে প্রায় ২৮ হাজার হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের অধীনে আগামী মাস থেকে সাহায‍্য লাভ করবেন।মুখ‍্যমন্ত্রীর তৎপরতায় ইতিমধ্যে রেশন কার্ড বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অতিতে একসঙ্গে একহাজার মানুষ রেশন কার্ড লাভ করেছেন এমন রেকর্ড না থাকলেও বিজেপি শাসনে এবার শুধু উওর করিমগঞ্জে রেশন কার্ড প্রাপকের সংখ‍্যা ত্রিশ হাজার বলে জানান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি।বলেন বিগতদিনে রেশন কার্ড দিয়ে দরিদ্র সীমারেখার নীচে বসবাসকারীরা শুধুমাত্র বিনামূল্যে চাল লাভ করেছেন।তবে এবার থেকে চালের সঙ্গে যাতে চিনি ও ডাল লাভ করতে পারেন সেজন‍্য মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভাগীয় মন্ত্রী কৌশিক রাইকে প্রয়োজনীয় নিতে বলেছেন বলে জানান সুব্রত ভট্টাচার্য। তাছাড়া মুখ‍্যমন্ত্রীর বিশেষ ত‍ৎপরতায় বিভিন্ন মন্দিরের পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা গৃহীত হয়েছে। রাজ‍্যের অন‍্যান‍্য সমষ্টির সঙ্গে উওর করিমগঞ্জের দুশোটি মন্দিরকে তিন লক্ষ টাকা করে প্রদান করা হবে।ইতিমধ‍্যে মন্দিরের নাম চয়ন এবং জিও টেগ সহ অন‍্যান‍্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং রাজ‍্যের মীন,পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার তালিকা নিয়ে  শ্রীভূমি আসার পর তা বন্টন প্রক্রিয়া শুরু হবে বলে জানান সুব্রত ভট্টাচার্য।অন‍্যদিকে মহিলা সাবলীকরণের লক্ষ‍্যে আত্মসহায়ক গোষ্ঠীর প্রতিদিন সদস‍্যাকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। দু-একদিনের মধ‍্যে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে এবং নির্রাধিত তালিকা তৈরী করা হবে। পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমাবস্থায় দশ হাজার টাকা করে সবাই লাভ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে পনেরো হাজার টাকা করে পাবেন বলে জানান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য।বলেন  আন টাইড ফান্ড থেকে উওর করিমগঞ্জের জন‍্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং নির্ধারিত অর্থ রাশি দিয়ে কি কি কাজ হবে তার এক রূপরেখাও তৈরী হয়েছে বলে জানান তিনি।তাছাড়া পূর্ত বিভাগের অধীনে কাজের জন‍্য নির্দিষ্ট কিছু সমষ্টির জন‍্য অর্থরাশি বরাদ্দ হয়েছে এবং মুখ‍্যমন্ত্রীর কৃপাদৃষ্টিতে পাথারকান্দি, রাতাবাড়ি এবং উওর করিমগঞ্জ সমষ্টির জন‍্য ত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে।ত্রিশ কোটি টাকা ব‍্যয়ে উওর করিমগঞ্জের গ্রাম-শহরের পথঘাট সংস্কার করা। বর্তমান উওর করিমগঞ্জ, যা কাছাড় জেলার কাঠিগড়া বিধাসভা সমষ্টির রাজার টিলা-হরিনগর থেকে  মাইজগ্রাম-কর্ণমধু থেকে বাজারঘাট-সুপ্রাকান্দি পর্যন্ত বিস্তৃত এলাকার রাস্তাগুলোকে পাকা করা হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ যাতে সাধারণ মানুষেরা সেদিকে দলীয় কর্মকর্তারা সবসময় নজর রাখবেন বলে জানান সুব্রত ভট্টাচার্য।এদিনের সাংবাদিক সম্মেলনে শহর মন্ডল সভাপতি কিশোর দে,উওর করিমগঞ্জ মন্ডল সভানেত্রী শুভদ্রা দাস, শ্রীগৌরি মন্ডল সভাপতি অশোক দাস, বাখরশাল-বাগবাড়ি মন্ডল সভাপতি উৎপল ঘোষ এবং জেলা বিজেপির মিডিয়া সেলের প্রাক্তন ইনচার্জ নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…