দিগরখাল টোল গেট থেকে কালাইন পর্যন্ত যানজট সমস্যা তীব্র আকার ধারণ করেছে, চরম দুর্ভোগের শিকার স্কুল পড়ুয়া সহ নিত্যযাত্রীরা

বরাকবাণী প্রতিনিধি, এম আর তাপাদার, কাটিগড়া, ১ ফেব্রুয়ারিঃ দিগরখাল টোল গেট এলাকা থেকে কালাইন বাজার পর্যন্ত ৬ নং জাতীয় সড়কে প্রতিনিয়ত যানজট সমস্যার সৃষ্টির ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কালাইন-কাটিগড়ার বৃহত্তর এলাকার নিত্যদিনের যাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এবং ছোট বড় যানবাহনের চালক ও যাত্রীরা।‌ একইসাথে ইন্দো বাংলার সীমান্তবর্তী জালালপুর,কুশিয়ারকুল মহাদেবপুর,গুমড়া জিপি সহ পশ্চিম কাটিগড়ার অন্যান্য বিভিন্ন জিপি এলাকার বিভিন্ন গ্ৰামের হাজার হাজার স্থানীয় জনগণও নরক যন্ত্রণায় ভুগছেন।

গৌহাটি গামী নৈশ বাস, এবং দূরপাল্লার মালবাহী লরি এবং ছোট বড় যানবাহনের যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। মূলতঃ জোয়াই বদরপুর ৬ নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশে সড়কের মেরামতি সহ নির্মাণকাজ চলার ফলে এই যানজট সমস্যা প্রকট হয়েছে বলে অভিযোগ। দিগরখাল টোল গেটের কর্তব্যরত পুলিশ গৌহাটি গামী নাইট সুপার এবং দূরপাল্লার মালবাহী লরি সহ অন্যান্য ছোট বড় যানবাহন সমুহ মেঘালয় অভিমুখে যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত বাঁধা প্রদান করার পরিপ্রেক্ষিতে দূরপাল্লার মালবাহী লরি ও নৈশ বাস এবং ছোট বড় যানবাহন সড়কের ওপরে আটকা পড়ে থাকে। এতে সড়কের দিগরখাল টোল গেট এলাকা থেকে কালাইন বাজার পর্যন্ত সড়কের ওপর তিন লাইনে যানবাহন দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। এদিকে ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল টোল গেট এলাকা থেকে কালাইন বাজার পর্যন্ত সড়কের যানজটের কবলে পড়ে নিত্যদিনের যাত্রী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উত্থাপন করে সড়কের যানজট সমস্যা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা বিজেপির বর্ষিয়ান নেতা সুব্রত চক্রবর্তী।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…