
বরাকবাণী প্রতিনিধি কাটলিছড়া, ০১ ফেব্রুয়ারি: নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে কাটলিছড়া সেন্ট্রাল স্কুলের তিনদিনব্যাপী বার্ষিক উৎসবের সমাপন হয়েছে। শুক্রবার বিকেল চারটায় প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র মালাকার সহ আমন্ত্রিত অতিথিগণ। এরপর বর্ণ্যাট্য কার্যসূচীর মাধ্যমে স্কুলের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে। সমাপনী দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্যানুষ্ঠান, সংগীত, ফ্যান্সিড্রেস অনুষ্ঠান। স্থানীয় শক্তি ডান্স একাড্যামি, অংকিতা ডান্স একাড্যামি ও জ্যোতি যোগাসন সেন্টারের ছাত্রছাত্রী সহ স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন আঙ্গিকের অনুষ্টান প্রদর্শন করে।সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাটলিছড়ার বেশ কয়েকজন সাংবাদিক সহ স্থানীয় কয়েকজন শিক্ষাবিদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক সাময়িক প্রসঙ্গের বিভুতি চক্রবর্তী, দৈনিক নববার্তা প্রসংগের আবু বক্কর লস্কর, দৈনিক গতি’র আফজল হুসেন লস্কর,বার্তালিপির মনিষ দেব ও বরাকবাণির রাজীব দাস প্রমুখ। সংবর্ধিত শিক্ষাবিদরা হলেন, সাহাব উদ্দিন লস্কর, বিদিত রঞ্জন চৌধুরী, রিতা দেব, দিব্যেন্দু গোস্বামী, চিন্ময় দাস, জয়দীপ নাথ, মল্লিকা লোহার, স্কুল পরিচালন কমিটির সভাপতি মুঙ্গেশ লোহার ও অন্যান্যরা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিদিত রঞ্জন চৌধুরী,দিব্যেন্দু গোস্বামী, মনিষ দেব সহ প্রত্যেক অতিথি স্কুলের শৈক্ষিক পরিবেশের ভূয়সী প্রশংসা করে স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যোগ প্রশিক্ষক রাজেশ দাসের তত্ত্বাবধানে মনোমুগ্ধকর যোগনৃত্য পরিবেশন করেন যোগশিল্পীরা। তিন দিনের অনুষ্টানের মধ্যে ছিল ক্রিকেট, বেডমিন্টন,বসে আকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার সহ আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তিন দিনব্যাপী অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্টভাবে পরিচালনা করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন কাটলিছড়া সেন্ট্রাল স্কুলের প্রিন্সিপাল প্রদীপ চন্দ্র মালাকার। প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন নিকিতা দেব ও সুদীপ্তা দেব।