
বরাকবাণী প্রতিবেদন,কাটাখাল,৩১ জানুয়ারিঃ বর্তমান সরকার যেখানে দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, সেখানে হাইলাকান্দি জেলার পূর্ত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা প্রকাশ্যে দুর্নীতির মদত দিয়ে যাচ্ছেন। বিশেষ করে কাটাখালে সিসি ব্লকের রাস্তা নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় জনগণ বারবার আন্দোলনে নামলেও এখন পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ২ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর কাটিগড়া বিধানসভার শ্রীপুর প্রথম খণ্ড এবং আলগাপুর বিধানসভার কালীনগর তৃতীয় খণ্ডের জনগণ একত্রিত হয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির পাশ থেকে কালীনগর সরোজিনী হাসপাতাল পর্যন্ত নির্মাণাধীন সিসি ব্লক সড়কের দুর্নীতি রুখতে আন্দোলন করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবারই তাদের দাবি উপেক্ষিত হয়েছে, বরং নির্মাণকাজে দুর্নীতি আরও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী ও তাঁর ঠিকাদার পুত্র সাদিক আহমদ চৌধুরীর প্রত্যক্ষ মদতে এই দুর্নীতি সংঘটিত হচ্ছে। পূর্ত বিভাগের কর্মকর্তারাও এই অনিয়মে নীরব ভূমিকা পালন করছেন, যার ফলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে জনগণের করের টাকা নয়ছয় করা হচ্ছে। রাস্তার কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সিমেন্টের পরিবর্তে বালুর আধিক্য, কম পুরুত্বের কংক্রিট, এবং অপর্যাপ্ত রড ব্যবহারের কারণে রাস্তা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যয়ের বিবরণসহ তথ্যফলক থাকা বাধ্যতামূলক হলেও আজ পর্যন্ত সেটি স্থাপন করা হয়নি। এটি দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ। তিনবার আন্দোলন করেও জনগণ কোনও ইতিবাচক সাড়া পাননি, বরং দুর্নীতিবাজরা আরও নির্লজ্জভাবে নিজেদের স্বার্থসিদ্ধিতে লিপ্ত হয়েছেন।
শুক্রবার, স্থানীয়রা যখন নির্মাণকাজে লাগামহীন দুর্নীতি প্রত্যক্ষ করেন, তখন তারা ক্ষোভে ফেটে পড়েন এবং কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, যদি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত না করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনগণ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে গৌতম এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পূর্ত বিভাগের একজন প্রকৌশলী জানিয়েছেন, তিনি আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবেন। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সিংহ, রিনা সিংহ, লক্ষিসেনা সিংহ, সুমেন সিংহ, গফিনাথ সিংহ, সুজয় দাশ, রমেন সিংহ, বাদল রায়, অজয় মালাকারসহ আরও অনেকে। তারা একসুরে দাবি করেছেন, জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে যদি দুর্নীতি অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।