রাজ্যে ২০১৯-২০২৪ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১৯২ কোটি

অ্যাডভান্টেজ অসম দ্বিতীয় সংস্করণের সাফল্য নিয়ে আশাবাদী সরকার

বরাকবাণী প্রতিবেদন, গুয়াহাটি, ৩১ জানুয়ারি: অসমে ২০১৯ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বিদেশি বিনিয়োগ হয়েছে মাত্র ২২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ১৯২ কোটি টাকা। অসম সরকার বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার পরও অসমে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে না বিদেশি বিনিয়োগকারীরা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আজও অসম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।

বিদেশি বিনিয়োগকারীরা অসমের পরিবর্তে অন্যান্য রাজ্যে বিনিয়োগ করতে যথেষ্ট আগ্রহী। যার ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তালিকায় আজকের তারিখে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অসমের স্থান একেবারে শেষের দিকে। রাজ্য সরকার ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি অ্যাডভান্টেজ অসম দ্বিতীয় সংস্করণের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা দেশ-বিদেশে প্রচার চালিয়ে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছেন।

প্রশ্ন হচ্ছে, এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ অসম-এর মাধ্যমে অসমে কত বিদেশি বিনিয়োগ এসেছিল? এই প্রশ্নের উত্তর সাম্প্রতিককালে অনুষ্ঠিত লোকসভা অধিবেশনে প্রকাশ পেয়েছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত অসমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ২২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ১৯২ কোটি টাকা। অসমের এই ছবির বিপরীতে এই সময়ে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, দিল্লি, তামিলনাড়ুর মতো রাজ্যে হাজার হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তালিকায় প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে এই সময়ে ৮২,৬৩৮.০৮ বিলিয়ন মার্কিন ডলার, কর্ণাটকে ৫৪,৫৭৩.৭৩ বিলিয়ন মার্কিন ডলার, গুজরাটে ৪৩,১৪৯.৯৫ বিলিয়ন মার্কিন ডলার, দিল্লিতে ৩৪,৯২০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার, তামিলনাড়ুতে ১২,৫৬০.৫২ বিলিয়ন মার্কিন ডলার, হরিয়ানায় ১১,০৪২.৯২ বিলিয়ন মার্কিন ডলার, তেলেঙ্গানায় ৯৩১৪ বিলিয়ন মার্কিন ডলার, ঝাড়খণ্ডে ২৬৬৭.১০ বিলিয়ন মার্কিন ডলার, রাজস্থানে ২৪৯২.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, পশ্চিমবঙ্গে ১৭২৩ বিলিয়ন মার্কিন ডলার, উত্তর প্রদেশে ১৭০০.৬৩ বিলিয়ন মার্কিন ডলার এবং কেরালায় ১২৮৮.৯৩ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে।

উল্লেখ্য, ৩৩টি রাজ্যের এই তালিকায় অসমের স্থান ২৬ নম্বরে। অন্যদিকে এই সময়ে সমগ্র দেশে প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ হয়েছে ২,৬২,৫৩৭.৯০ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষণীয় বিষয় হল, অসমের মতোই বেহাল অবস্থা উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলোরও। এই সময়ে মণিপুরে মাত্র ০.০০০৬ বিলিয়ন মার্কিন ডলার, নাগাল্যান্ডে ০.০৬ বিলিয়ন মার্কিন ডলার, মেঘালয়ে ১.১৭ বিলিয়ন মার্কিন ডলার, ত্রিপুরায় ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার, অরুণাচল প্রদেশে ৭.০৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। অন্যদিকে ওড়িশায় ১৭২.৩২ বিলিয়ন মার্কিন ডলার, বিহারে ২১৫.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, হিমাচল প্রদেশে ২৯৮.৩১ বিলিয়ন মার্কিন ডলার, মধ্যপ্রদেশে ৫৯৪.২৯ বিলিয়ন মার্কিন ডলার, অন্ধ্রপ্রদেশে ১০৮৫.৫৯ বিলিয়ন মার্কিন ডলার, পঞ্জাবে ১১৯৭.৯৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। এই তথ্যের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা অসমে বিনিয়োগ করতে যে আগ্রহী নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে অসম সরকারও বিদেশি বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে আগ্রহী করতে পারেনি। প্রকৃতপক্ষে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখনও সরকার রাজ্যে গড়ে তুলতে সক্ষম হয়নি। ২০১৮ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে অসম সরকার অত্যন্ত জাকজমকপূর্ণ ‘অ্যাডভান্টেজ অসম অর্থাৎ বিশ্ব বিনিয়োগ সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল। উক্ত অনুষ্ঠানে জাপান, বাংলাদেশ, ভুটানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনের উদ্বোধন করে আশা ব্যক্ত করেছিলেন, এতে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে নতুন দিগন্তের সূচনা হবে। অ্যাডভান্টেজ অসম’ এর প্রতি লক্ষ্য রেখেই গুয়াহাটিকে দেওয়া হয়েছিল একটি অনন্য রূপ। রঙ-বেরঙের আলোয় জ্বলজ্বল করছিল রাস্তাঘাট। এর জন্য খরচ করা হয়েছিল কোটি কোটি টাকা। ‘অ্যাডভান্টেজ অসম’-এর মাধ্যমে অসমে এক লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগের প্রস্তাব নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেটি সম্ভব হয়নি।

অসম বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে অসমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ছিল ৬২ কোটি টাকা এবং ২০১৯ সালে হয়েছিল ৮০ কোটি টাকা। ২০২০ সালে এই পরিমাণ ৫৯ কোটি টাকা এবং ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত ২৬ কোটি টাকা হয়। সেই সময়ে সরকার অ্যাডভান্টেজ অসম-এর মাধ্যমে এক লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ হবে বলে ব্যাপক প্রচার চালিয়েছিল। কিন্তু অ্যাডভান্টেজ অসম-এর পরবর্তী সময়ে অসমে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১৯২ কোটি টাকা। ধারণা করা হয়েছিল, অসমে অর্থ বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীরা এগিয়ে আসবে না। যার জন্য আজও প্রত্যক্ষ বিনিয়োগের তালিকায় অসমের স্থান শেষের দিকে রয়ে গেছে।

এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে দ্বিতীয়বারের মতো অ্যাডভান্টেজ অসম-২.০ অনুষ্ঠিত করতে প্রস্তুত। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সংস্করণ। প্রথমবারের ব্যর্থতার পর দ্বিতীয়বারের জন্য আয়োজন করা অ্যাডভান্টেজ অসমকে সফল করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জোরদার অভিযান চালাচ্ছেন। নিজেই দেশ-বিদেশে গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রীদেরও প্রচার ও আমন্ত্রণ জানাতে পাঠিয়েছেন। এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রী বিমল বরা জানিয়েছেন, অ্যাডভান্টেজ অসম ২.০ এর মাধ্যমে সূচনা হতে যাচ্ছে অসমের উদ্যোগিক উত্তরণের নতুন যুগ। এই সম্মেলনে পাঁচটি দেশের তিন’শরও বেশি বিনিয়োগকারী আসবে বলে তিনি জানান। ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বিশেষ সম্মেলন হবে। সেই সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

এবারের অ্যাডভান্টেজ অসম কার্যসূচিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটান এবং ইউরোপীয় দেশসমূহ অসমকে সহযোগিতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশ ভুটানের পক্ষ থেকে এবার অ্যাডভান্টেজ অসম-এর কার্যক্রমে বিনিয়োগকারীদের আমন্ত্রণের সূচনা ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া দিল্লি, মুম্বইসহ বিভিন্ন স্থানে দেশের শীর্ষ শিল্পপতি ও বিনিয়োগকারীদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়া এবং জাপান ভ্রমণ করে অসমে বিনিয়োগ করতে সেই দেশের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সমান্তরালভাবে মন্ত্রী বিমল বরা, কেশব মহন্ত, অশোক সিংহল সহ কয়েকজন মন্ত্রী দুবাই, লন্ডন সহ বিভিন্ন দেশে ভ্রমণ করে বিনিয়োগকারীদের অসমে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সরকারের এই প্রচেষ্টা অসমে বিপুল পরিমাণের বিদেশি বিনিয়োগ সম্ভব করতে পারে বলেই আশা করা হচ্ছে। যদিও দ্বিতীয়বারের জন্য আয়োজিত অ্যাডভান্টেজ অসম-এর পরে রাজ্যে বিনিয়োগের পরিমাণ কতটা বৃদ্ধি পায়, সেটা সময়ই বলবে।

একনজরে ভারতে বিদেশি বিনিয়োগ ২০১৯-২০২৪

(বিলিয়ন মার্কিন ডলারের হিসেবে)

মহারাষ্ট্র – ৮২,৬৩৮.০৮

কর্ণাটক – ৫৪,৫৭৩.৭৩

গুজরাট – ৪৩,১৪৯.৯৫

দিল্লি – ৩৪,৯২০.৪৮

তামিলনাড়ু – ১২,৫৬০.৫২

হরিয়ানা – ১১,০৪২.৯২

তেলেঙ্গানা – ৯৩১৪

ঝাড়খণ্ড – ২৬৬৭.১০

রাজস্থান – ২৪৯২.৩৩

পশ্চিমবঙ্গ – ১৭২৩

উত্তর প্রদেশ – ১৭০০.৬৩

কেরালা – ১২৮৮.৯৩

অসম – ২২.৬৮

  • Related Posts

    হাইলাকান্দি জেলা পরিষদ নির্বাচন: বিজেপির ঝড়, নির্দল ও কংগ্রেসের হালকা হাওয়া

    বরাকবাণী প্রতিবেদন  হাইলাকান্দি ১৩ মেঃ রবিবার সকাল আটটা থেকে হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনে ভোট গণনা শুরু হয়। প্রায় ৩৬ ঘণ্টা বিরতিহীনভাবে ভোট গণনার পর সোমবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,…

    মন্ত্রী রণোজ পেগুর বিভাগে ঠিকাদারির সিণ্ডিকেট!

    সরকারি নিয়ম লঙ্ঘন করে অসম টেন্ডারের মাধ্যমে ঠিকা, প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় চলছে ‘হরির লুঠ’ বরাকবাণী প্রতিবেদন, গুয়াহাটি, ২৮ জানুয়ারি: রাজ্যের স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম সরবরাহ নিয়ে বড় ধরণের কেলেঙ্কারি…