ধর্মনগরে প্রয়াত সাংবাদিক  পলাশ সেনের   স্মরণ সভা।

বরাকবাণী প্রতিবেদন,পরিতোষ পাল,ধর্মনগর,২৯ জানুয়ারিঃ বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধর্মনগরে প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায় ও পলাশ সেনের স্মরণ সভা।ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এদিন দুপুর বারোটা নাগাদ প্রয়াত সাংবাদিক দ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্মরন সভার শুভ উদ্ভোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাস সেন,ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রনব সরকার,প্রয়াত সাংবাদিক পলাশ সেনের স্ত্রী কাকলি সেন,প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের ছেলে অনিক প্রতি রায়,ধর্মনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান প্রমূখ।তারপর প্রয়াত সাংবাদিক দ্বয়ের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।প্রসঙ্গত উল্লেখ্য,গত বছরের ২৩ ডিসেম্বর কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে হরিদ্বারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পলাশ সেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বাহান্ন বছর।তিনি স্যন্দন পত্রিকার সাংবাদিক ও ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। এদিকে চলতি বছরের ২০ জানুয়ারি ব্রন ক্যান্সারে আক্রান্ত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক জ্যোতির্ময় রায়।তিনি দীর্ঘদিন যাবৎ ব্রন ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বাষট্টি বছর।তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ সিপিআই (এম) দলের মুখপত্র ডেইলি দেশের কথার সাংবাদিক ছিলেন।সাংবাদিকতার পাশাপাশি কবিতা,উপন্যাস,নিবন্ধ লেখনীতে ছিলেন রাজ্যের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব।অপরদিকে এদিনের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রনব সরকার বলেন,সাংবাদিকদের মৃত্যু হয়না।লেখনির মাধ্যমে সাংবাদিকরা আজীবন বেঁচে থাকেন।তবে প্রতিভাবান দুই সাংবাদিকের প্রয়াণে ধর্মনগর সহ গোটা রাজ্যের সংবাদ মহলের অপরিসীম ক্ষতি হয়েছে।তাছাড়া তিনি প্রয়াত সাংবাদিক দ্বয়ের নামে কোন রাস্তা বা ফলক করার দাবি রাখেন ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাস সেনের কাছে।

সাথে বিশ্ববন্ধু সেন বলেন,যাঁরা চলে গেছে তাঁদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তবে তাঁদের পরিবারের পাশে তিনি থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বলেন,প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের পরিবার আর্থিক ভাবে স্বচ্ছল থাকলেও প্রয়াত সাংবাদিক পলাশ সেনের পরিবার তেমন স্বচ্ছল নয়।সেব্যাপারে তাঁর সর্বোপরি সহযোগিতা করবেন বলেও জানান। পরিশেষে এদিন ধর্মনগর প্রেস ক্লাবের তরফে প্রয়াত সাংবাদিক দ্বয়ের পরিবারের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্র তুলে দেওয়া হয়।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…