দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং দাবা টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন শোভায়ন কুন্ডু

বরাকবাণী প্রতিবেদন,শিলচর,২৯ জানুয়ারিঃ শিলচরে আয়োজিত দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের শোভায়ন কুন্ডু। প্রথম রানার্সআপ হয়েছেন মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন শিলচরের অভ্রজিৎ নাথ। মঙ্গলবার শিলচরের সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলের ব্যাংকোয়েট হলে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মাড়োয়ারি যুব মঞ্চ টাইটানসের সহযোগিতায় এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতাটি ২৪ জানুয়ারি শুরু হয় এবং এতে মোট ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন শোভায়ন কুন্ডু: নগদ ১,১১,০০০ টাকা, মেডেল ও শংসাপত্র। প্রথম রানার্সআপ কুলকার্নি বিক্রমাদিত্য: নগদ ৭১,০০০ টাকা, মেডেল ও শংসাপত্র। দ্বিতীয় রানার্সআপ অভ্রজিৎ নাথ: নগদ ৫০,০০০ টাকা, মেডেল ও শংসাপত্র। চতুর্থ স্থান অধিকারী তুরস্কের সিরলিয়াব অ্যালিয়ার: নগদ ২৫,০০০ টাকা, মেডেল ও শংসাপত্র। এছাড়াও ২৬ জন বিজয়ী প্রতিযোগীকে নগদ টাকা, মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়।

সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যেতি হাজরিকা। এছাড়াও উপস্থিত ছিলেন— টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মূলচান্দ বৈদ, সারা অসম দাবা সংস্থার সম্পাদক রাজীব ধর, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি বিভাস দেব, মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি অমিত বরদিয়া, টুর্নামেন্ট ডিরেক্টর বিবেন্দু দাস ও রূপক পাল অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদিকা পাপিয়া ধর। দাবা প্রতিযোগিতাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে আরও বেশি প্রতিযোগী অংশ নিতে পারেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…