হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: আলগাপুর ব্লক কংগ্রেস সভাপতির পাল্টা দাবি

মাছুম মাঝারভুইয়া, হাইলাকান্দি ৩০শে জানুয়ারি: হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড় লস্করের বিরুদ্ধে অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে সরব হয়েছেন আলগাপুর ব্লক, মন্ডল ও জেলা কংগ্রেসের কর্মকর্তারা । বুধবার আলগাপুরে রাজীব ভবনে আলগাপুরের ব্লক কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী সভায়  সংবাদ সম্মেলন করে আলগাপুর ব্লক কংগ্রেসের সভাপতি এডভোকেট নুমান আলী বড়ভুইয়া জানান আলগাপুর রাজিব ভবনের সামনে প্রাক্তন কংগ্রেসের কর্মকর্তা পরিচয় দিয়ে হাইলাকান্দি জেলা সভাপতির উপর যে ভিত্তিহীন  অভিযোগ উত্থাপন করা হয়েছে তাঁর   নিন্দা ও ধিক্কার জানান।  পঞ্চায়েত নির্বাচনের প্রক্কালে জেলা কংগ্রেস সভাপতির উপর অনাস্থার কোনো প্রশ্ন উঠেনা, বরং তারা বিজেপির ইশারায় এইরকম নিন্দনীয় কাজ করেছে বলে জানান।  তিনি আরো বলেন এই ব্যাক্তিবর্গরা কংগ্রেসের কোনো সাধারণ সদস্য পদ নেই । তাছাড়া পঞ্চায়েত নির্বাচনের প্রক্কালে জেলা কংগ্রেস সভাপতির উপর অনাস্থার কোনো প্রশ্ন উঠেনা, বরং তারা বিজেপির ইশারায় এইরকম নিন্দনীয় কাজ করেছে বলে জানান তিনি।

এদিকে আলগাপুর মন্ডল কংগ্রেসের সভাপতি আলতাফ হুসেন জানান দুর্দিনের সময় কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর মাত্র গোটা কয়েকজন কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে হাইলাকান্দিতে কংগ্রেসের হাল ধরেছেন। বর্তমানে কিছু সুযোগ সন্ধানীরা এসে জেলা সভাপতিকে বদলীর দাবী করেছেন ।বর্তমানে কিছু সুযোগ সন্ধানীরা এসে জেলা সভাপতিকে বদলীর দাবী করেছেন তাঁরা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আমলে কংগ্রেসে ছিলেন বর্তমানে তাঁদের কোনো অস্তিত্ব নেই। গত লোকসভা নির্বাচনে বিধায়ক সিদ্দেক ও কমলাক্ষের হয়ে বিজেপিকে ভোট দিতে তাঁরা সাহায্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। তাছাড়া গত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির দুরদর্শীতার ফলে ৭০ হাজার অধিক ভোটে এগিয়ে ছিলেন কংগ্রেসের প্রার্থী। এদিকে হাইলাকান্দি জেলা সভাপতি সামস উদ্দিন বড়লস্করের নেতৃত্বে আগন্তক পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেস দলে জনজোয়ার নেমে আসবে বলে জানান তিনি।

     এদিকে জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বড়ভূইয়া জানান জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্করের সঙ্গে টিকিট প্রসঙ্গে উৎকোচ নিয়ে কোনো আলোচনা হয়নি । কে বা কাহারা গুজব ছড়াচ্ছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

এদিন প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের উপদেষ্টা মরম আলী মজুমদার, জেলা কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল জলিল বড়ভুইয়া, নজরুল মজুমদার, চম্পু তাপাদার। উপস্থিত ছিলেন নজরুল লস্কর, সাহাবুদ্দীন, আব্দুল জলিল আলগাপুর মন্ডল কংগ্রেসের অন্যান্য পদাধিকারীরা ছিলেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…