বড়খলার চান্দপুর পাবলিক হাইস্কুলের ইনফ্যাক্টট্রাকচার ডেভেলপমেন্ট নির্মাণ প্রকল্পে ভয়াবহ দুর্নীতি!

এসএমসি ডিসির সভাপতি নিম্মমানের কাজ দেখে অগ্নিশর্মা

বরাকবাণী প্রতিবেদন,বড়খলা,২৭ জানুয়ারিঃ বড়খলার চান্দপুর পাবলিক হাইস্কুলের ইনফ্যাক্টট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের। কাজ দেখে  রাগে  অগ্নি শর্মা খোদ স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আইনজীবি আতাউর রহমান বড়ভূইয়া সহ কমিটির সদস্যরা। তারা কাজ বন্ধ করে দেন। তারা কাজের বরাতপ্রাপ্ত বিন্নি কন্সট্রাকশনের নিম্নমানের কাজে  ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের  অভিযোগ মোটা অঙ্কের প্রকল্পের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার লোকেরা অত্যন্ত নিম্নমানের বালু ব্যবহার করেছেন। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি  দেখিয়ে বালু পাথর  চালনি  না করে  ব্যবহার করছেন। 

তাদের আরও অভিযোগ বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার লোকেরা কাজের প্ল্যান অ্যাষ্টিমেটের দেখায়নি,  দিমু  দিচ্ছি  বলে  টালবাহনা করছেন। ঠিকাদার সংস্থা কাজের  প্ল্যান অ্যাষ্টিমেটের  কপি না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার ফরমান জারি করেছেন স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আইনজীবি আতাউর রহমান বড়ভূইয়া। উল্লেখ্য শনিবার চান্দপুর পাবলিক হাইস্কুলের স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির এক সভা ছিল। সেই  সুবাদে সভাপতি সহ অন্যান্য  সদস্যরা  কাজ পরিদর্শনে যান।  কাজ পরিদর্শন কালে অত্যন্ত নিম্নমানের কাজ চোখে পড়ে । চান্দপুর পাবলিক হাইস্কুলের ইনফ্যাক্টট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ  পিড়াব্লিউড়ি বিল্ড়িং

বিভাগের অধীনে চলছে বলে জানা গেছে।কিন্ত বিভাগীয় কর্মকর্তাদের কাজের তদারকি চোখে পড়েনি। বরাতপ্রাপ্ত ঠিকাদার নিজের ইচ্ছেখুশি মত কাজ করেছেন বলে জানান গুরুতর অভিযোগ উত্থাপনকরেন। তারা চান্দপুর পাবলিক হাইস্কুলের ইনফ্যাক্টট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের নিম্নমানের কাজের ব্যাপারে বিভাগীয় কার্যবাহী  বাস্তুকার, বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের  মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ  পরিমল শুক্লবৈদ্য ও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য বড়খলার চান্দপুর পাবলিক হাইস্কুলে ইনফ্যাক্টট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে দ্বিতল স্কুল ভবন নির্মাণের জন্য সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বছর তৎকালীন আসাম সরকারের কেবিনেট  মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ফলক উন্মোচনের মাধ্যমে কাজের শিলান্যাস করেছিলেন।  আর গত ১৩ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সেই প্রকল্পের কাজের শুভারম্ভ করেছিলেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…