
সরকারী সাহায্যের আবেদন অসহায় পরিবারের, বিধায়ক নিজামের আর্থিক সাহায্য প্রদান
বরাকবাণী প্রতিবেদন, মাছুম মাঝারভুইয়া, হাইলাকান্দি ২৫ জানুয়ারি: হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত চন্ডিপুরে সিলিন্ডার বিস্ফোরণে হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। জানা যায় চন্ডিপুর চতুর্থ খন্ডের নাসির উদ্দিন লস্করের ঘর আকস্মিক ভাবে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী ও রাইজর দলের যুব বাহীনির কেন্দ্রীয় সাধারণ সাদিক আহমেদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ব্যাক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন । তাছাড়া এই অসহায় পরিবারের সরকারী সাহায্যের সহযোগিতার আশ্বাস দেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ১১ ঘটিকার সময় রান্না ঘর থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় । এদিকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গেলে ফায়ার ব্রিগেডের মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির খাতিয়ান করেন আলগাপুরের সার্কেল অফিসের ফিল্ড অফিসার আশিকুর রহমান লস্কর (রনি )। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান অগ্নিকাণ্ডের ফলে এই পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকার অধিক হবে । তাছাড়া এই পরিবারকে দুর্যোগ বিভাগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করেন তিনি । এদিকে আগুনের মুল সুত্রপাত কোথায় থেকে হয়েছে তা পুলিশ তদন্তে রয়েছে জানান আলগাপুর ফাঁড়ির ওসি লুকুমং লবং ।