উধারবন্দের শতকান ক্যারাটে দল জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন

বরাকবাণী প্রতিবেদনঃ উধারবন্দ,১৭ জানুয়ারি: কলকাতায় ১২ জানুয়ারি অনুষ্ঠিত ৩য় আমন্ত্রণমূলক এস কে আই এ (পশ্চিমবঙ্গ) ন্যাশনাল চ্যালেঞ্জার ক্যারাটে প্রতিযোগিতায় উধারবন্দের শতকান ক্যারাটে-ডু ইন্ডিয়ান এসোসিয়েশন অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র মিলিয়ে শতকান দলের ১৫ জন প্রতিযোগী মোট ২০টি পদক জয় করেছেন। এর মধ্যে সোনার পদক ৮টি, রুপার পদক ৬টি এবং ব্রোঞ্জের পদক ৬টি। কাতা এবং কুমিতি—এই দুটি বিভাগে প্রতিযোগীরা পদক অর্জন করেছেন। পদকজয়ীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, শ্রেয়ান রায় (সোনা, কাতা, ৩০ কেজি বিভাগ), লক্ষ শর্মা (সোনা, কাতা, ৩৯ কেজি বিভাগ), অর্ণব পাণ্ডে (রূপা, কাতা, ৪৫ কেজি বিভাগ), ঋত্বিক তন্তুবায় (সোনা, কাতা, ৩০ কেজি বিভাগ), রণবীর শর্মা (ডাবল পদক: রূপা, কাতা ও কুমিতি, ৪৫ কেজি বিভাগ), অরবিন্দ শর্মা (সোনা, কাতা, ৪২ কেজি বিভাগ), শুভ্র ভট্টাচার্য (রূপা, কাতা, ৪৫ কেজি বিভাগ), দীনেশ সিংহ (রূপা, কাতা, ৪৫ কেজি বিভাগ), আদিত্য চৌবে (রূপা, কাতা, ৫০ কেজি বিভাগ), সাদিয়া আখতার (ব্রোঞ্জ, ডাবল, ৫০ কেজি বিভাগ), রিয়া কুর্মি (ব্রোঞ্জ, ডাবল, ৩৫ কেজি বিভাগ), অভিষেক সিংহ (সোনা, ডাবল: কাতা ও কুমিতি, ৬০ কেজি বিভাগ), তীর্থঙ্কর চন্দ (ব্রোঞ্জ ও রূপা, ডাবল: কাতা ও কুমিতি, ৭০ কেজি বিভাগ), রোহন ভৌমিক (ব্রোঞ্জ, কাতা, ৪৫ কেজি বিভাগ),দীপ্তি গোস্বামী (রূপা, কাতা, ৫৫ কেজি বিভাগ)।

শতকান ক্যারাটে দলের এই সাফল্যকে কেন্দ্র করে শুক্রবার সকালে দলের পক্ষ থেকে প্রশিক্ষণ কেন্দ্রে পদকজয়ীদের সংবর্ধনা জানানো হয়। স্থানীয় বাসিন্দারা তাদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং প্রশিক্ষক ও প্রতিযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শতকান ক্যারাটে-ডু ইন্ডিয়ান এসোসিয়েশনের এই অসাধারণ অর্জন ভবিষ্যতে ও উধারবন্দের ক্রীড়া জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদী সচেতন মহল।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…