নদী পারাপারে অঘটন: বাঁশের সেতু থেকে অটোরিকশা নদীতে

বরাকবাণী প্রতিবেদনঃধলাইঃ১৫জানুয়ারিঃ ভাগা-শেরখান সড়কের রুকনী নদীতে একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়েছে। কাঠ ও বাঁশের তৈরি অস্থায়ী সেতু দিয়ে নদী পারাপারের সময় সেতুর ঢালু অংশে অটোরিকশার পিকআপ ভেঙে গিয়ে গাড়িটি ব্যাক করে সোজা নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত চালক এবং যাত্রী আহত হননি।

দুর্ঘটনার সময় অটোরিকশায় চালকসহ একজন বিশেষভাবে সক্ষম যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রুকনী নদীর পাকা সেতু ভেঙে পড়ার পর এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। তবে সেতুটির নির্মাণকাল থেকেই এর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর অতিরিক্ত ভার বহন করতে গিয়ে ভাগা-শেরখান সড়কের পাকা সেতুটি ভেঙে পড়ে। এরপর অস্থায়ীভাবে বাঁশ ও কাঠ দিয়ে দুটি সেতু তৈরি করা হলেও নদীর স্রোতে তা ভেসে যায়। সর্বশেষ একটি সেতু শুধু পায়ে হেঁটে চলাচলের জন্য তৈরি করা হয়। এর পাশাপাশি হালকা যানবাহন পারাপারের জন্য আরেকটি কাঠ ও বাঁশের সেতু নির্মাণ করা হয়, যা শুরু থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। এই ধরনের দুর্ঘটনার ফলে স্থানীয় মানুষজন তাদের দৈনন্দিন চলাচলে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। যেকোনো সময় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন নিত্যযাত্রী ও এলাকাবাসী।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…