উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কালাইনছড়া চা বাগান: ভোট বয়কটের সিদ্ধান্ত শ্রমিকদের

বরাকবাণী প্রতিবেদনঃকাটিগড়াঃ১৫জানুয়ারিঃবরাক উপত্যকার কাটিগড়া সমষ্টির কালাইনছড়া চা বাগানবাসীরা দীর্ঘদিন ধরে উন্নয়নের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার অভাবে তাদের দৈনন্দিন জীবন চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। এই বঞ্চনা আর সহ্য করতে না পেরে এবার তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও, ভোটের পর জনপ্রতিনিধিদের আর দেখা মেলে না। বাগানের এক প্রবীণ শ্রমিক বলেন, “ভোটের সময় নেতারা অনেক স্বপ্ন দেখান, কিন্তু ভোট মিটলেই তারা আমাদের কথা ভুলে যান। উন্নয়নের নামে শুরু হওয়া প্রকল্পগুলো মাঝপথেই বন্ধ হয়ে যায়।”

উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় তিন বছর আগে ভেঙে যাওয়া ঝুলন পুলটির কথা। এলাকাবাসীরা বারবার জানিয়েছেন, কিন্তু পুল সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তা-ঘাটের অবস্থাও শোচনীয়। কোথাও কোথাও রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী।

এছাড়া, চা বাগান এলাকায় নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগও তুলেছেন শ্রমিকরা। কেউ কেউ জানান, মন্দিরের বাউন্ডারি ওয়াল তৈরির জন্য বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হয়নি। নির্মাণ কাজ শুরু হলেও অসম্পূর্ণ রেখে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

গ্রামবাসীর প্রশ্ন, “আমাদের চাহিদা কি খুব বেশি? আমরা শুধু মৌলিক সুবিধাগুলো চাই। বিশুদ্ধ জল, চলাচলের রাস্তা, স্বাস্থ্যসেবা—এগুলো কি পাওয়ার অধিকার নেই আমাদের?” এই অসন্তোষ থেকেই শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছেন, উন্নয়ন না হওয়া পর্যন্ত তারা আর ভোট দেবেন না। তাদের দাবি, জনপ্রতিনিধিদের উচিত তাদের সমস্যা সমাধানের দায়িত্ব নেওয়া। প্রতিবেদনটি জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। কালাইনছড়ার চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা কি এবার শেষ হবে? এটি জানতে আগ্রহী পুরো বরাকবাসী।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…