
বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,১৫ জানুয়ারি : অযথা চাকুরীর পেছনে না ছুটে এখন থেকে কৃষিকাজ ছাড়া ও পশুপালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে নিজেকে সাবলম্বী করার আহ্বান জানালেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গতকাল মকর সংক্রান্তি ও ভোগালি বিহুকে সামনে রেখে পাথারকান্দি মুণ্ডমালায় পাথারকান্দি ও লোয়ারপোয়া মণ্ডল বিজেপির যৌথ উদ্দ্যোগে আয়োজিত সক্রিয় সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। কৃষ্ণেন্দু বলেন, এই সরকারের আমলে পশু পালন, দুগ্ধ ও মৎস্য উৎপাদনের মাধ্যমে যুবক-যুবতীদের নিজেদের স্বপ্ন বাস্তবায়নের অজস্র পথ খোলা রয়েছে। তাই এগুলোকে যথাযত ভাবে ব্যবহারের আহ্বান জানান তিনি। বলেন, আগামীদিনে সরকার বরাক উপত্যকার শনবিল সহ বেশ কয়েকটি বিলে মৎস্য উৎপাদনের মাধ্যমে বর্হিরাজ্যে মৎস্য রপ্তানীর চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে। একইভাবে তিনি সক্রিয় সদস্য সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে বলেন, এক সময় নানা প্রতিকূল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে দলের দেবতুল্য কার্যকর্তা আমাকে যে পর পর দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন তারজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, মন্ত্রী সহযোগে দলের জেলা সভাপতি কর্তৃক প্রত্যেক কার্যকর্তাদের নিজ হাতে বরণ পর্ব প্রক্রিয়া আর কোন রাজনৈতিক দলে নেই। এই প্রথা আছে শুধু বিজেপিতে। কারণ দলের সার্বিক স্বার্থে সুখে-দুঃখে থাকাটাই গেরুয়া দলের ভুল উদ্দেশ্য। আর এহন মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষের হিতে কাজ করার দৃঢ় সংকল্প চালিয়ে যাচ্ছে এই সরকার। এর আগে এদিন নির্ধারিত সূচি অনুযায়ী মন্ত্রী এদিন প্রথমে সভাস্থলে থাকা ভারতমাতা, পন্ডিত দীন দয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়া ও উপস্থিত দলের প্রত্যেক কার্যকর্তাদের নিজ হাতে গামছা পরিয়ে বরণ করে নেন। এর আগে মঞ্চে দলের সক্রিয় সদস্য অভিযানের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি শ্রীভূমি জেলার জেলা সভাপতি সঞ্জীব বণিক, দক্ষিণ শ্রীভুমি বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, রাজ্যিক সদস্য ঋষিকেশ নন্দী হৈমন্তী বাসফর, নবনিযুক্তি প্রাপ্ত লোয়ারপোয়া মণ্ডল সভানেত্রী সোনালী চৌধুরী প্রমুখ। পরে মকর সংক্রান্তি উপলক্ষ্যে মন্ত্রী এদিন উপস্থিত মাতৃ ও পিতৃ সমতুল্য দলের সব মহিলা ও পুরুষদের নিজ হাতে দুপুরের আহার পরিবেশন করেন। সন্ধ্যায় দলীয় মণ্ডল কার্যকর্তাদের নিয়ে মন্ত্রী এক সভায় ও মিলিত হবার ও খবর পাওয়া গেছে।