২০২৬ বিধানসভা নির্বাচন: উত্তর করিমগঞ্জে বিজেপির মুখ সুব্রত ভট্টাচার্য, বিজেপির কর্মী সম্মেলনে বার্তা উঠে আসে

বরাকবাণী প্রতিবেদনঃ হর্ষিত দত্ত শ্রীভূমি ১৫জানুয়ারিঃ পঞ্চায়েত ভোটের আগেই আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের জন‍্য রীতিমতো গেরুয়া শিবির যে প্রস্তুত তা স্পষ্ট হল বিজেপির কর্মী সম্মেলনে। মুখ‍্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উওর করিমগঞ্জের দায়িত্ব লাভ করা সদ‍্য বিদায়ী বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যই ২০২৬ বিধানসভা নির্বাচনে উওর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন বলে বার্তা উঠে আসে এই কর্মী সম্মেলনে।

শ্রীভূমির চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মুখ্যত উত্তর করিমগঞ্জ দিয়েই যেন ভোটের আগাম কুচকাওয়াজ হয়ে গেল। গত রবিবার অনুষ্ঠিত উত্তর করিমগঞ্জ বিধানসভা প্রথম সক্রিয় সদস্য সম্মেলনে ঐক্যের গান শোনা গেছে।সদ‍্য বিদায়ী জেলাসভাপতি সুব্রত ভট্টাচার্য উদ্যোগে এবং উত্তর করিমগঞ্জের চারটি মণ্ডল কমিটির ব্যবস্থাপনায় রবিবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্টিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে বন্দে মাতরম গানের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়। শুরুতেই এই সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত ভাষণ রাখেন শ্রীভূমি টাউন মণ্ডল সমিতির সভাপতি কিশোর দে। পাথারকান্দির প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ বিজেপি নেতা অধ্যাপক সুখেন্দু শেখর দত্ত নিজের ভাষণে অতীতের স্মৃতিচারণ করে অটল বিহারী বাজপেয়ীকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন। তিনি সুব্রত ভট্টাচার্যের ঢালাও প্রশংসা করে বলেন দল যাকে প্রার্থীত্ব দেবে তাঁর জয় নিশ্চিত।

 প্রাসঙ্গিক বক্তব্যে  সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয়বস্তু তুলে ধরেন । তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর জয় খুব সহজ ছিল না । এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন দলের সক্রিয় সদস্যরা। এর প্রতিদানে একের পর এক উপহার পাচ্ছে সবাই। এই জেলা থেকে একজন বিধায়ককে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। দীর্ঘ চার যুগ পর করিমগঞ্জ থেকে রাজ্যসভার সাংসদ দেওয়া হয়েছে।করিমগঞ্জ জেলার নাম বদল করে শ্রীভূমি করা হয়েছে।এমনকি মুখ‍্যমন্ত্রী বৈঠকে উওর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কাঠিগড়া সমষ্টি এবং তাকে উওর করিমগঞ্জ সমষ্টিতে কাজ  করার নির্দেশ দিয়েছেন বলে জানান সুব্রত ভট্টাচার্য।বলেন দলের সব কর্মীদের নিয়ে তিনি আগামীতে এগিয়ে যাবেন।সংগঠনের এক কর্মী হিসেবে বিগত সময়ে যেভাবে কাজ করেছেন আগামীতেও করবেন বলে জানান 

সুব্রত ভট্টাচার্য।আসন্ন পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে শ্রীভূমি থেকে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলেও আশা ব‍্যক্ত করেন সুব্রত বাবু।এদিনের কর্মীসম্মেলনে বিজেপি জেলা সভাপতি সঞ্জিব বণিক, রাজ‍্য বিজেপির মিডিয়া প‍্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা,এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস,জেলা বিজেপি উপসভাপতি ডা:মানস দাস,অমরেশ রায়, মহিলা নেত্রী শিপ্রা গুণ, সহ অন‍্যরা বক্তব্য রাখেন।অন‍্যদিকে জরুরি কাজে বাইরে থাকায় বিকেলে সক্রিয় সদস‍্য সম্মেলনে অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার।জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বিধায়কের হাতে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…