
বরাকবাণীপ্রতিবেদনঃহাইলাকান্দিঃ১৩জানুয়ারিঃ গাগলাচড়া-বিলাইপুর রাস্তায় সংস্কারের বিলম্ব: প্রশাসনের উদাসীনতার শিকার সাধারণ মানুষ হাইলাকান্দি জেলার গাগলাচড়া থেকে বিলাইপুর পর্যন্ত সংযোগকারী রাস্তার দুরবস্থা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিশ্রুতি দেওয়ার পরও পূর্ত বিভাগ রাস্তার সংস্কারকাজ শুরু না করায় পুরো এলাকায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর পক্ষে আব্দুল জলিল মজুমদারের নেতৃত্বে রামদেব মাঝি, আব্দুল রহমান মাঝারভূঁইয়া প্রমুখ পূর্ত বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে জাতীয় সড়ক অবরোধ করা হবে।
এই সড়কটি শুধুমাত্র গাগলাচড়া এবং বিলাইপুরের যোগাযোগের জন্য নয়, বরং এটি মিজোরামের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পথ। এ রাস্তায় রয়েছে বেশ কয়েকটি স্কুল, এবং প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। তদুপরি, রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তার কাজ শুরু হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক নেতাদের অবহেলা এবং পূর্ত বিভাগের উদাসীনতা এই সমস্যার মূল কারণ। রাস্তাটি এতটাই বেহাল যে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীর পা কাদায় আটকে যায়, আর জরুরি রোগীদের জন্য অ্যাম্বুলেন্স তো দূরের কথা, সাধারণ গাড়িও চলাচল করতে পারছে না। অনেক গর্ভবতী নারী রাস্তার ওপর সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন, যা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।
এলাকার বাসিন্দারা একমত যে, আর সময়ক্ষেপণের সুযোগ নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আব্দুল জলিল বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি। এবার যদি আমাদের কথা শোনা না হয়, তবে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে। আমাদের দাবি খুবই ন্যায্য এবং যৌক্তিক। এই রাস্তাটি সংস্কার করা ছাড়া এলাকাবাসীর দুর্ভোগ কমানোর আর কোনো পথ নেই।