
বরাকবাণী প্রতিনিধি: মইনুল হক শ্রীভূমি, ১৩জানুয়ারিঃ প্রতি বছরের মতো এ বছরও শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজ খেলার মাঠে সম্পূর্ণা নারী সংস্থার উদ্যোগে পৌষ পার্বণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলা এই মেলাটি ছিল উৎসবমুখর এবং প্রাণবন্ত। মেলায় পিঠাপুলি, নকশি গুড়, মেয়েদের জুয়েলারি এবং হস্তশিল্প সামগ্রীর দোকানসহ নানা রকমের ষ্টল বসে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ১১ জানুয়ারির সাংস্কৃতিক সন্ধ্যা। এদিন বরাক উপত্যকার একমাত্র বাউল গানের ব্যান্ড, বরাক বাউল ব্যান্ড, দর্শকদের মনোরঞ্জনের জন্য আমন্ত্রিত হয়েছিল। এই ব্যান্ডের অন্যতম শিল্পী ছিলেন কলকাতা শান্তিনিকেতনের বাউল শিল্পী শুভঙ্কর মালাকার এবং শিলচরের বাউল শিল্পী সরবানী ভট্টাচার্য। তাঁদের গাওয়া গানের সুর ও কথা দর্শকদের মুগ্ধ করে এবং মেলার পরিবেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। শিল্পীদের সঙ্গে যন্ত্র সঙ্গীতে ছিলেন সন্দীপ ভট্টাচার্য (কীবোর্ড), রূপক দে (অক্টোপ্যাড) এবং অনির্বাণ দেব পুরকায়স্থ (ঢুলকি)। তাঁদের নিখুঁত সঙ্গীত পরিবেশনা পুরো অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বরাক বাউল ব্যান্ডের এই অনন্য পরিবেশনা শুধু দর্শকদের হৃদয় জয় করেনি, বরং বরাক উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করেছে। মেলার আয়োজক এবং দর্শকরা তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।