নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

বরাকবাণী প্রতিনিধি মইনুল হক শ্রীভূমি ১৩জানুয়ারিঃ নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক ও বিজ্ঞান উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হান্নান। তিনি বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং জ্ঞান বিকাশের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নন্দপুর সিনিয়র সেকেণ্ডারী ছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কামিনী কুমার এল পি স্কুল,মধ্য মির্জাপুর এল পি স্কুল, তারাকিশর এল পি স্কুল,নন্দপুর এমভি স্কুল,লামাজুয়ার হাইস্কুল থেকে আগত ছাত্র ছাত্রীরাও নৃত্য, আবৃত্তি, বক্তৃতা, কুইজ, নাটক এবং লোকসঙ্গীত ইতাদি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলেন। ।

দ্বিতীয় দিন রিবিবারে আয়োজিত সায়েন্স এক্সিবিশন ও দেওয়াল মেগাজিন ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।

উল্লেখ্য এদিন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় যাদের মধ্যে ১১ জন প্রথম বিভাগে ও ০৮ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের পাশের হার ১০০% হওয়ায় গোটা এলাকার মধ্যে বিদ্যালয়টি আলাদা একটা খ্যাতি অর্জন করতে সক্ষম হয়। এই বছর ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হয় দশম শ্রেণির ছাত্রী শালিমা সেন।

অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত তারা এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিদ্যালয়ের পরিচালনা সমিতির সম্পাদক মঞ্জুর আহমেদ এক আবেগময় বক্তব্যে বিদ্যালয়ের ১৫ বছরের গৌরবময় যাত্রার বিবরণ তথ্য সহ তুলে ধরেন। প্রধান অতিথি ডায়েটের অধ্যক্ষ মহুল চৌধুরী উনার বক্তৃতায় বলেন, “শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির মেলবন্ধন নতুন প্রজন্মকে শুধু দক্ষ করে তোলে না, তাদের সৃষ্টিশীলতাও বাড়ায়।” তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের এমন উদ্যোগ এবং শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপন খুবই প্রশংসনীয়। এধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু জ্ঞান অর্জনে উৎসাহিত করে না, বরং তাদের সৃষ্টিশীলতাও প্রস্ফুটিত করে। নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল যেভাবে একাডেমিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সৃজনশীল বিকাশে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সমাজের নেতৃত্বদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশিষ্ট অতিথি ড. সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল আমাদের প্রত্যন্ত এলাকার ভবিষ্যতের প্রতি নতুন আশা জাগিয়েছে। শিক্ষার্থীরা দেখিয়েছে, একাগ্রতা এবং পরিশ্রমের মাধ্যমে সীমিত সুযোগেও কীভাবে সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায়। বিদ্যালয়ের চেয়ারম্যান নজরুল ইসলাম আবাগীক কণ্ঠে বিদায়ী শিক্ষার্থী সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন ভাঙ্গা হাইয়ার সেকেণ্ডারি স্কুলের শিক্ষক এমাদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী বিধূভূষণ দত্ত , শিক্ষাবিদ ইশাক আলি ও শিক্ষক ফখর উদ্দিন,মেরাজুল ইসলাম,হুমায়ুন কবির,শিক্ষিকা অলকা দাস, দেবপীয় দেব, প্রাক্তন ছাত্র বিরাজ কুমার দাস,রুহিত দাস প্রমুখ । বক্তারা বলেন, ” প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরাও ঘাম ঝরিয়ে ১০০% সাফল্যের নজির গড়ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।” বিদায়ী ছাত্র ছাত্রীদেরকে অতিথিদের হাত দিয়ে শংসাপত্র, ডাইরী সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করা হয়।তাছাড়া প্রত্যেক ক্লাসের ১ম ২য় এবং তৃতীয় স্তানাধীকারী সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মন্দীপ দত্ত চৌধুরী, বিপ্রভূষন গোস্বামী,রাহুল দাস ও ওয়াহিদা বেগম। সহযোগিতায় ছিলেন শিক্ষক বিকল্প দাস, গবিন্দ চক্রবর্তী, দিপক দে,রঞ্জন দাস,মিলন দাস,শিক্ষা সর্ণালী দাস, সালমা বেগম,রিম্পা দাস,পিনাকি সেন,প্রমুখ। বিকাল ৩:৩০ঘটিকায় সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…