জাতীয় যুব দিবসে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী উদযাপনের সূচনা করলেন শিলচরের সাংসদ শ্রীপরিমল শুক্লবৈদ্য

বরাকবাণী প্রতিবেদনঃকাটিগড়াঃ১৩জানুয়ারিঃ জাতীয় যুব দিবসে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী উদযাপনের সূচনা করলেন শিলচরের সাংসদ শ্রীপরিমল শুক্লবৈদ্য। উপস্থিত ছিলেন আসাম বিধান সভার প্রাক্তন উপাধক্ষ্য দিলীপ কুমার পাল, বিধায়ক কমলাক্ষ্য দেপুরকায়স্থ সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি বর্গ। গৌরবময় যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে কাটিগড়ার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা। এই উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন কার্যসূচীর মধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ১২ই জানুয়ারি জাতীয় যুব দিবসে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার রজত জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এদিন সকালে সংস্থার পতাকা উত্তোলনের পর স্বামীর প্রকৃতিতে মাল্যদান শেষে মাদক বিরোধী এবং দূষণ প্রতিরোধী সচেতনা র‍্যালির আয়োজন করা হয়। সংস্থার কার্যাল র‍্যালি আর হয়ে কাটিগড়া থানার অবদি পরিক্রমা করে চৌরঙ্গী বাজারে এসে সমাপ্ত হয়। সেখানে প্রদূষণ নিয়ন্ত্রণে গণ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য এক পথ সভায় বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি শ্রী সুব্রত রঞ্জন ধর, সজাম কর্মী সন্দীপ দাস (সানু), প্রদূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বোর্ডের জোনেল ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস প্রমুখ। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে বর্ষ ব্যাপী চলা রজত জয়ন্তী উদযাপনের সূচনা করেন অনুষ্ঠানের অতিথি শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীপরিমল শুক্লবৈদ্য, বিধান সভার প্রাক্তন উপাধক্ষ্য দিলীপ কুমার পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ্য দেপুরকায়স্থ, সমাজ কর্মী সন্দীপ দাস, সারা আসাম গ্রেটার পাল কমিউনিটি সংস্থার সভাপতি বিপ্লব কান্তি পাল সহ অন্যান্য অতিথি বৃন্দ। এর পর পম্মা শর্মা ও সম্প্রদায়ের কর্তৃক উদ্বোধনী সংগীত, অতিথি বরণ শেষে সভাপতি সুব্রত রঞ্জন ধরের পৌরহিত্য অনুষ্ঠিত সভায় সংস্থার পঁচিশ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন সম্পাদক দীপন কুমার দাস।

এরপর স্বামী বিবেকানন্দের জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য অতিথি শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য সংস্থার কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসাম বিধান সভার প্রাক্তন উপাধক্ষ্য দিলীপ কুমার পাল, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ্য দেপুরকায়স্থ, বিশিষ্ট সমাজ সেবী সন্দীপ দাস, বিপ্লব কান্তি পাল, ত্রিনয়ণী হেল্থ কেয়ারের কর্ণধার মনোজ কান্তি নাগ, খোঁজ সামাজিক সংস্থার সম্পাদক সজল লস্কর প্রমুখ। এছাড়াও সমাজে কৃতিত্বের সাথে অব-দানকারী ব্যক্তিদের কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী স্মারক সম্মাননা প্রদান করা হয়। চাকুরী জীবন থেকে অবসর নিয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালে মানব সেবায় নিরলশ্‌ ব্রতী কল্যাণ কুমার চক্রবর্তী, মানব দরদী সংগঠন “খোঁজ” এর সম্পাদক সজল লস্কর, নেতাজী ছাত্র যুব সংস্থার সম্পাদক দিলু দাস এবং কাটিগড়ার প্রথম সারির সেচ্ছাসেবী সংগঠন সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘের সম্পাদক দিব্যজ্যোতি দাসকে শ্রেষ্ঠ সমাজ কর্মী সম্মাননা প্রদান করা হয়। নিঃস্বার্থ ভাবে স্বাস্থ্য সেবায় ব্রতী থাকার জন্য বিশিষ্ট শৈল্য চিকিৎসক ড. কুমার কান্তি দাস, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রথম সঞ্চালক এবং ড. চিম্ময় চৌধুরীকে স্বাস্থ্য সেবায় কৃতিত্বের জন্য সম্মাননা জানাবে সংস্থা।

মঞ্চে সুন্দরভাবে সাজানো চেয়ারগুলিতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বসে আছেন, তাঁর পাশে প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল, বিধায়ক কমলাক্ষ্য দেপুরকায়স্থ এবং অন্যান্য অতিথিবৃন্দ। পটভূমিতে “রজত জয়ন্তী উদযাপন” ও “জাতীয় যুব দিবস” লেখা ব্যানার।

এদিন কৃতিত্ব ব্যক্তিদের হাতে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী স্মারক সম্মান তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এরপর আরম্ভ হয় এক নজর কাড়া সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নৃত্য পরিবেশন করে বিধূষী কলা কেন্দ্রের শিল্পীরা। পম্পা শর্মা এবং বিপ্লব পালের সংগীতা অনুষ্ঠান।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…